লম্বা ভ্যালিডিটির ডিটিএইচ রিচার্জে কী সুবিধা পাওয়া যাচ্ছে?

By Gizbot Bureau
|

বিগত ১৮ মাসে ভারতের ব্রডকাস্টিং শিল্পে বড় পরিবর্তন এসেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার ন্যাশনাল ট্যারিফ অর্ডার কার্যকর হওয়ার পর থেকেই এই পরিবর্তন। নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি শুরু করা। ফ্রি টু এয়ার চ্যানেল ফিরিয়ে আনার মতো কাজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথম ধাপে পরিবর্তন থেকে শিক্ষা নিয়ে নতুন ন্যাশনাল ট্যারিফ অর্ডার নিয়ে এল ট্রাই।

 
লম্বা ভ্যালিডিটির ডিটিএইচ রিচার্জে কী সুবিধা পাওয়া যাচ্ছে?

আগে লম্বা ভ্যালিডিটির প্ল্যান বন্ধ করতে একাধিক ব্যবস্থা নিয়েছিল ট্রাই। যদিও এর পরেও একাধিক কোম্পানি বিভিন্ন উপায়ে গ্রাহকদের নিজেদের পরিষেবার দীর্ঘ সময়ের জন্য আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই ধরনের কয়েকটি লম্বা ভ্যালিডিটির প্ল্যানের সুবিধাগুলি দেখে নিন।

 

টাটা স্কাই লম্বা ভ্যালিডিটির রিচার্জে কী সুবিধা পাবেন?

১২ মাসের রিচার্জ করার সুযোগ দিচ্ছে টাটা স্কাই। প্রতি মাসের প্ল্যানে যা খরচ সেই সংখ্যাকে ১২ দিয়ে গুণ করে রিচার্জ করলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে টাটা স্কাই। ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত এক মাসের ভ্যালিডিটি দেবে কোম্পানিটি। চাইলে সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে রাখতে পারবেন গ্রাহকরা। এই উপায়ে প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে মুক্তি মিলবে।

ডিএস টিভি ও ডি২এইচ লম্বা ভ্যালিডিটির প্ল্যান

লম্বা ভ্যালিডিটি রিচার্জে অতিরিক্ত ৩০ দিন পরিষেবা ব্যবহার করতে দেবে ডিশ টিভি। ডিশ টিভি ও ডি২এইচ একই কোম্পানির আওতায় পরে। তাই এই দুই কোম্পানি একই অফার দিয়ে থাকে। একই প্ল্যান ছয় মাসের জন্য রিচার্জ করলে ১৫ দিন অতিরিক্ত বৈধতা মিলবে। ১২ মাসের রিচার্জে মিলবে ৩০ দিনের অতিরিক্ত পরিষেবা ব্যবহারের সুযোগ।

সান ডিরেক্ট

দক্ষিণ ভারতে জনপ্রিয় এই ডিটিএইচ পরিষেবার গ্রাহকরা লম্বা রিচার্জে বিশেষ সুবিধা পাবেন। ৫০০ টাকার বেশি রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। ১০০০ টাকা বা তার বেশি রিচার্জে মিলবে ৫০ টাকা ক্যাশব্যাক। ২,০০০ টাকা রিচার্জে ১০০ টাকা, ৩,০০০ টাকা রিচার্জে ১৫০ টাকা ক্যাশব্যাক দেবে কোম্পানিটি।

Best Mobiles in India

Read more about:
English summary
TRAI NTO 2.0 Details Long Term Recharge Options From DTH

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X