শিঘ্রই কম দামে পিক্সেল ফোন নিয়ে আসছে গুগল

|

এই বছর শুরুতে এক রিপোর্টে জানা গিয়েছিল মিডরেঞ্জ সেগমেন্টে নতুন পিক্সেল ডিভাইস তৈরীর কাজে ব্যস্ত গুগল। ভারতের মতো বাজার যেখানে ফোনের দাম এক বিশাল ভুমিকা পালন করে সেই সব বাজারের জন্য এই ফোন লঞ্চ করবে গুগল। তবে ২০১৮ সালেও সেই ফোন বাজারে আসনি। গত মাসে পিক্সেল লঞ্চ ইভেন্টে দুটি নতুন প্রিমিয়াম পিক্সেল ফোন লঞ্চ করেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট। আবার নতুন এক রিপোর্টে জানা গিয়েছে আগামী বছর বাজারে নতুন মিডরেঞ্জ স্মার্টফোন নিয়ে আসবে গুগল।

শিঘ্রই কম দামে পিক্সেল ফোন নিয়ে আসছে গুগল

সম্প্রতি এই ফোনের নতুন কোড সামনে এসেছে। দুটি নতুন ডাকনামে এই ফোনের অস্তিত্ব জানা গিয়েছে। জানা গিয়েছে এই স্মার্টফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট। এখনো এই বিষয়ে কোন মন্তব্য করেনি গুগল। তবে জানা গিয়েছে আগামী বছর বাজারে আসবে এই স্মার্টফোন।

এই বছর অক্টোবর মাসে দুটি নতুন Pixel স্মার্টফোন লঞ্চ করেছে গুগল। ভারতে 64GB Pixel 3 এর দাম 71,000 টাকা। অন্যদিকে 128GB Pixel 3 এর দাম 80,000 টাকা। 64GB ভেরিয়েন্টে Pixel 3 XL এর দাম 83,000 টাকা আর 128GB স্টোরেজে Pixel 3 XLকিনতে ভারতে খরচ হবে 92,000 টাকা। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Google Pixel 3 আর Pixel 3 XL।

সিঙ্গেল সিম Pixel 3 তে চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3তে থাকছে একটি 5.5 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU আর 4GB LPDDR4x RAM।

Pixel 3তে রয়েছে একটি 12.2MP ডুয়াল পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় 1.4 মাইক্রন পিক্সেল সাইজের সাথে থাকছে f/1.8 অ্যাপারচার আর 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও তোলা যাবে। ফোনের সামনে রয়েছে দুটি 8MP ক্যামেরা। এর মাধ্যমে গ্রুপ সেলফি আরও সহজে তোলা যাবে বলে জানিয়েছে Google।

64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Pixel 3। কানেক্টিভিটির জন্য Pixel 3 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে 2x2 MIMO, Bluetooth v5.0 + LE, USB Type-C (v3.1) port, NFC, GPS/ A-GPS, GLONASS, Galileo, BeiDou আর Google Cast। Pixel 3 এর ভিতরে রয়েছে একটি 2915 mAh ব্যাটারি।

সিঙ্গেল সিম Pixel 3 XL এ চলবে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। Pixel 3 XL এ থাকছে একটি 6.3 ইঞ্চি QHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU আর 4GB LPDDR4x RAM।

Pixel 3 XL এ রয়েছে একই 12.2MP ডুয়াল পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় 1.4 মাইক্রন পিক্সেল সাইজের সাথে থাকছে f/1.8 অ্যাপারচার আর 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও তোলা যাবে। ফোনের সামনে রয়েছে দুটি 8MP ক্যামেরা। এর মাধ্যমে গ্রুপ সেলফি আরও সহজে তোলা যাবে বলে জানিয়েছে Google।

64GB আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Pixel 3 XL। কানেক্টিভিটির জন্য Pixel 3 XL এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে 2x2 MIMO, Bluetooth v5.0 + LE, USB Type-C (v3.1) port, NFC, GPS/ A-GPS, GLONASS, Galileo, BeiDou আর Google Cast। Pixel 3 XL এর ভিতরে রয়েছে একটি 3430 mAh ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Tech giant is still working on a mid-range Pixel smartphone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X