অত্যাবশ্যকীয় যাত্রার জন্য বিশেষ পরিষেবা শুরু করল উবার

By Gizbot Bureau
|

বেঙ্গালুরু, নাসিক, গুরুগ্রাম ও হায়দরাবাদে অত্যাবশ্যকীয় যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে এল উবার। গোটা দেশে লকডাউনের কারণে পরিষেবা বন্ধ থাকলেও বিশেষ প্রয়োজনে এই চারটি শহরের উবার গ্রাহকরা ট্যাক্সি বুক করতে পারবেন। জরুরি পরিষেবার যে সব মানুষ কাজ করেন তাঁদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা শুরু হয়েছে।

 
অত্যাবশ্যকীয় যাত্রার জন্য বিশেষ পরিষেবা শুরু করল উবার

অত্যাবশ্যকীয় প্রয়োজনে উবার বুক করলে সঙ্গে যথাযথ কাগজ রাখতে হবে। কর্তৃপক্ষের সম্মতির পরেই উবার রাইড শুরু হবে।

গোটা দেশে লকডাউন চলার সময় শুধুমাত্র জরুরি পরিষেবার কর্মরত নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে। কাজের প্রয়োজনে এই মানুষগুলি বাড়ির বাইরে যেতে পারবেন।

 

উবার জানিয়েছে সুরক্ষার সব খেয়াল রেখেই অত্যাবশ্যকীয় পরিষেবা শুরু হয়েছে। এই জন্য ড্রাইভারদের মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও সুরক্ষার ট্রেনিং দেওয়া হচ্ছে।

অবাধে যাতায়াতের জন্য এই ড্রাইভারদের বিশেষ কার্ফু পাস দেওয়া হয়েছে। 'উবার এসেনসিয়াল’ রাইড বুক করলে অ্যাপ ও ইমেলের মাধ্যমে সুরক্ষার সব খুঁটিনাটি গ্রাহককে জানিয়ে উবার। শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের জন্য এই পরিষেবা ব্যবহার করা যাবে।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে গোটা দেশে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে একই রকম সংযমের মাধ্যমে কঠোরভাবে নিয়ম পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০ এপ্রিল থেকে দেশের যে সব এলাকা থেকে সংক্রমণের খবর আসেনি সে এলাকায় লকডাউনে ছাড় দেওয়া হতে পারে। যদিও পরে সংক্রমণের খবর পাওয়া গেলে আবার লকডাউনের নিয়ম কঠোর হবে।

ইতিমধ্যেই ভারতে মোট করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১১,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩৭০ ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে। ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের কারণে গোটা বিশ্বে ১,২৬,৬৮১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪,৮৬,৬২২ জন।

Best Mobiles in India

Read more about:
English summary
Uber Operations Resume In Select Cities For Essential Travel Only.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X