অতিরিক্ত খরচ ছাড়াই বিমার সুবিধা দিচ্ছে উবার

By Gizbot Bureau
|

অতিরিক্ত খরচ ছাড়াই যাত্রীদের বিমার সুবিধা দেওয়ার শোষনা করল উবার। ভারতি আক্সা আর টাটা এআইজি এর সাথে হাত মিলিয়ে গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে মার্কিন রাইড শেয়ারিং অ্যাপ। উবারে যাত্রা করার সময় কোন দুর্ঘটনা হলে পাঁচ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন গ্রাহকরা।

 
অতিরিক্ত খরচ ছাড়াই বিমার সুবিধা দিচ্ছে উবার

যাত্রার সময় দুর্ঘটনায় যাত্রী শারীরিক আঘাত পেলে তা এই বিমার আওতায় আসবে। যাত্রা শেষ হওয়া পর্যন্ত এই বিমা কার্যকর থাকবে।

সম্প্রতি উবার যাত্রীদের জন্য বিমার ঘোষনা করার সময় ভারতী আক্সার চিফ ডিস্ট্রিবিউশন অফিসার সৌরভ জেইসোয়াল জানিয়েছেন, “” উবারের সাথে হাত মিলিয়ে কাজ করতে পেরে আমরা খুশি।এর ফলে গোটা দেশের উবার যাত্রীরা বিমার আওতায় আসবেন। যাত্রার সময় গ্রাহকের যে কোন ক্ষতি এই বিমার আওতায় আসবে।“

 

গ্রাহক টানতে বিভিন্ন ক্যাব পরিষেবা কোম্পানিগুলি নিয়মিত নতুন সুবিধা নিয়ে আসে। পুজোর আগে যাত্রীদের সুরক্ষা দিতে এবার নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে উবার। তবে যাত্রার সময় বিমার সুবিধা নিঃসন্দেহে অন্যান্য ক্যাব পরিষেবার থেকে অনেকটা এগিয়ে দেবে উবারকে।

লঞ্চের সময় টাটা এআইজি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পরাগ ভেদ বলেন, “শুরুতে উবের ইটসের সাথে আমরা হাত মিলিয়ে কাজ করা শুরু করেছিলাম। এবার উবার ড্রাইভার ও যাত্রীদের বিমার সুবিধা দিতে পেরে আমরা খুশি। আরও বেশি উবার গ্রাহকের কাছে সহজে পরিষেবা পোঁছে দিতে আমরা সচেষ্ট থাকব।”

উবারের তরফ থেকে অপারেশনাল হেড পবন বৈশ্য বলেন, “বিমার সুবিধা যাত্রীদের মন জয় করেছে। নতুন এই সুবিধার ফলে গ্রাহকরা উবার বুক করার আগে নিজেদের আরও সুরক্ষিত মনে করবেন।”

তবে নতুন এই সুবিধা ব্যবহার করতে গ্রাহককে আলাদা খরচ করতে হবে না। উবার রাইড বুক করলে বিনামূল্যে পাঁচ লক্ষ্য টাকা বিমার সুবিধা পাবেন যাত্রীরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Uber Rider Insurance Goes Live For Free Of Cost

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X