শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই ফিচারগুলি

By Gizbot Bureau
|

গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন ফিচার হাজির হয়েছে। এর মধ্যে রয়েছে ভয়েস ও ভিডিও কলিং, স্ট্যাটাসের মতো জনপ্রিয় ফিচারগুলি। কিন্তু এখানেই থেকে থাকতে রাজি জয় জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। ইতিমধ্যেই পরীক্ষামুলক স্তরে রয়েছে একাধিক নতুন ফিচার। শীঘ্রই নতুন এই ফিচারগুলি নিয়ে হাজির হবে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে ডার্ক মোড, নিজে থেকে মেসেজ মুছে যাওয়ার মতো ফিচারগুলি। কয়েক মাসের মধ্যেই হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড ও আইওএস ভার্সানে এই ফিচারগুলি যোগ হবে। এর মধ্যে অনেক ফিচার ইতিমধ্যেই বিটা ভার্সানে পৌঁছে গিয়েছে। কোন ফিচার কবে পৌঁছাবে জানা যায়নি।

ডার্ক মোড

ডার্ক মোড

ইন্সটাগ্রাম, ট্যুইটার, গুগল ফটোজ, ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলিতে ইতিমধ্যেই ডার্ক মোড পৌঁছেছে। এবার হোয়াটসঅ্যাপে এই ফিচার আসতে চলেছে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ডার্ক মোড পৌঁছেছে। শীঘ্রই স্টেবেল আপডেটে এই জনপ্রিয় ফিচার পৌঁছাবে।

নিজে থেকে মেসেজ ডিলিট

নিজে থেকে মেসেজ ডিলিট

সম্প্রতি নতুন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। সেখানে মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। মেসেজ পাঠানোর সময় কতক্ষণ পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করে দেওয়া যাবে। মেসেজ পাঠানোর ৫ সেকেন্ড থেকে ৩০ দিনের মধ্যে তা ডিলিট করা যাবে।

স্প্ল্যাশ স্ক্রিন

স্প্ল্যাশ স্ক্রিন

এখন হোয়াটসঅ্যাপ ওপেন করার সময় সোজা চ্যাটের তালিকা খুঁজে যায়। তবে নতুন ফিচারে অ্যাপ ওপেন করার আগে হোয়াটসঅ্যাপ লোগো দেখিয়ে একটি স্ক্রিন যোগ হবে। ডার্ক মোডের জন্য আলাদা স্ক্রিন থাকবে।

হাইড স্ট্যাটাস

হাইড স্ট্যাটাস

যে সব ব্যক্তির স্ট্যাটাস মিউট করা থাকবে স্ট্যাটাস তালিকা থেকে সেই স্ট্যাটাস লুকিয়ে ফেলা যাবে। এর ফলে অযাচিত ব্যক্তির স্ট্যাটাস দেখার ঝামেলা থেকে মুক্তি মিলবে। যদিও চাইলে আবার ফিরিয়ে আনা যাবে সেই স্ট্যাটাস।

Best Mobiles in India

Read more about:
English summary
Upcoming WhatsApp Features For Android And iOS

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X