ভোটার কার্ডের তথ্য বদল করবেন কীভাবে? দেখে নিন

By Gizbot Bureau
|

১ সেপ্টেম্বর গোটা দেশে ভোটার সংশোধন প্রোগ্রাম শুরু করেছিল নির্বাচন কমিশন। এই প্রোগ্রামে প্রত্যেক পরিবারে এক জন সদস্য একটি ইউজারনের আর পাসওয়ার্ড পাবেন। সেই ব্যাক্তি সঠিক তথ্য আপলোড করে পরিবারের সব সদস্যর ভোটার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। দেশের সব রাজ্য ও কেন্দ্র শাষিত রাজ্যের নাগরিকরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

ভোটার কার্ডের তথ্য বদল করবেন কীভাবে? দেখে নিন

কত দিন এই প্রোগ্রাম চলবে?

দিল্লিতে মোট ১৪,০০০ জায়গা থেকে ভোতার কার্ডে তথ্য সংশোষন করা যাবে। ১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে।

এই প্রোগ্রামের উদ্দেশ্য কী?

ভোটা তালিকা সংশঢন করা এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য। অনলাইনে অ্যাপলিকেশন স্ট্যাটাস ভোটের দিন ঘোষনা ইমেল আইডিতে ভোটার স্লিপ এর মতো ফিচার যোগ হচ্ছে। সেখানে ভোটকেন্দ্র সম্পর্কে সব তথ্য ভোটারকে পাঠিয়ে দেওয়া হবে।

কবে নতুন তালিকা প্রকাশ হবে?

২০২০ সালের ১ জানুয়ারি খশড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। জানুয়ারি মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে।

কী বদল করা যাবে?

ভোটার কার্ডে তথ্য সংশোধন করা যাবে।

ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আদার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই, প্যান কার্ড, ইলেকট্রিক/ফোন/জলের বিল ব্যবহার করে পরিবর্তন করা যাবে।

পরিবারের সদস্যদের তথ্য সংশোধন করা যাবে।

পরিবারের সদস্য যোগ করা যাবে/বাদ দেওয়া যাবে।

অনলাইনে এই কাজ করা যাবে?

হ্যাঁ, nsvp.in ওয়েবসাইট অথবা ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে এই কাজ করা যাবে।

অফলাইনে এই কাজ করবেন কীভাবে?

নিকটবর্তী সার্ভিস সেন্টারে গিয়ে এই কাজ করা যাবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একাধিক সার্ভিস সেন্টার থাকছে।

বিনামূল্যে করা যাবে?

বিভিন্ন কাজে ১ টাকা অথবা ২ টাকা খরচ করতে হবে।

প্রমান হিসাবে কী ডকুমেনশ ব্যবহার করা যাবে?

পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার, রেশন কার্ড, সরকারী আই-কার্ড, ব্যাঙ্কের পাসবই, কৃষক পরিচউ পত্র প্রমান হিসাবে ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Updating And Charging Voter ID Became Mich Simple: Here Is Everything You Need To Know

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X