Just In
Don't Miss
নতুন ফিচারে আরও সুরক্ষিত হবে গুগল ম্যাপস
দ্রুত গতিতে গাড়ি চালাতে পছন্দ করেন? রাস্তায় কোথায় পুলিশ আপনাকে থামিয়ে জরিমানা করছে তা গুগল ম্যাপ থেকে জানা যাবে। ফলে আগে থেকেই গতি কমিয়ে নিতে পারবেন। সুরক্ষিত হবে ড্রাইভিং আর জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন আপনি।
সম্প্রতি নতুন এই ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। অ্যানড্রয়েড ও আইওএস এ এই ফিচার যোগ হয়েছে। এছাড়াও দুর্ঘটনা প্রবন এলাকা ম্যাপে চিহ্নিত করতে পারবেন গুগল ম্যাপস ব্যবহারকারীরা। যদই কোনও রাস্তায় দুর্ঘটনা প্রবন এলাকা থাকে তবে অন্য রাস্তায় যেতে পারবেন গুগল ম্যাপস দেখে।
জানুয়ারি মাসে গুগল ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ভারত ও ইন্দোনেশিয়ার ম্যাপে স্পিড ক্যামেরা দেখানোর কথা জানিয়েছিল।
জানুয়ারি মাসে অ্যানড্রয়েড পুলিশ ওয়েবসাইটে প্রথম এই ফিচার সামনে এসেছিল। সেই রিপোর্টে প্রকাশিত স্ক্রিন শট অনুযায়ী ম্যাপে কমলা রঙে রাস্তা দেখা যাবে আর ক্যামেরা গুলি নীল রঙে দেখা যাবে। ক্যামেরা কাছে এলে গুগল ম্যাপ তা জানিয়ে দেবে। স্ক্রিনে ডান দিকে নীচে প্রত্যেক ক্যামেরার স্পিড লিমিট লেখা থাকবে।
সম্প্রতি গুগল ম্যাপস ব্যবহার করে কোথাও জাওয়ার আগেই সভ্যাব্য অটোর ভাড়া জানা যাচ্ছে। দিল্লিতে এই ফিচার শুরু হয়েছে। যে জায়গায় যেতে চান সেই জায়গাটি গুগল ম্যাপসে সার্চ করে নেভিগেশান অপশানে পবলিক ট্রান্সপোর্ট সিলেক্ট করলেই নীচে সম্ভাব্য অটোর ভাড়া দেখাবে গুগল ম্যাপস। আপাতত দিল্লিতে এই ফিচার শুরু হলেও ভারতের অন্যান্য শহরে কবে এই ফিচার আসবে তা জানায়নি কোম্পানি।
এছাড়াও ভৌগলিক তথ্য দিতে শুরু করেছে গুগল ম্যাপস। এবার থেকে হেঁটে বা সাইকেল চালিয়ে নেভিগেশানের জন্য এলিভেশানের তথ্য বিস্তারে পাওয় যাবে। অর্থাৎ রাস্তা চড়াই না উতরাই তা গুগল ম্যাপস থেকেই জানা যাবে। আগে গুগল ম্যাপস থেকে শুধুই দুরত্বের তথ্য পাওয়া যেত।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190