লকডাউনে ৬ কোটি গ্রাহককে বিনামূল্যে ৪৯ টাকা রিচার্জ দিচ্ছে ভোডাফোন

By Gizbot Bureau
|

লকডাউনের কারণে কোম্পানির ৬ কোটি টেলিকম গ্রাহককে ৪৯ টাকা রিচার্জ বিনামূল্যে দেবে ভোডাফোন আইডিয়া (ভি)। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা গ্রাহকদের এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রিচার্জ শেষ হয়ে গেলেও লকডাউনের সময় প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন গ্রাহকরা।

লকডাউনে ৬ কোটি গ্রাহককে বিনামূল্যে ৪৯ টাকা রিচার্জ দিচ্ছে ভোডাফোন

এছাড়াও ভোডাফোন আইডিয়া জানিয়েছে নির্বাচিত এই গ্রাহকরা ৭৯ টাকা রিচার্জ করলে দ্বিগুণ সুবিধা পাবেন।

এক বিবৃতিতে ভোডাফোন আইডিয়া জানিয়েছে মোট ৬ কোটি গ্রাহকের ফোনে বিনামূল্যে ৪৯ টাকা প্ল্যান দেওয়া হবে। এই জন্য কোম্পানির মোট ২৯৪ কোটি টাকা খরচ হবে। এই প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে ৩৮ টাকা টকটাইম, ও ১০০ এমবি ডেটা। ৪৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

যদিও শুধুমাত্র এয়ারটেল নয়, একই ধরনের উদ্যোগ নিয়ে হাজির হয়েছে এয়ারটেল ও জিও। এয়ারটেল জানিয়েছিল সাড়ে পাঁচ কোটি গ্রাহককে ৪৯ টাকা রিচার্জ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের এই সাহায্য করেছে ভারতী এয়ারটেল।

এছাড়াও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে সব গ্রাহক ৭৯ টাকা রিচার্জ করবেন তাঁদের দ্বিগুণ সুবিধা দেওয়া হবে। মোট ২৭০ কোটি টাকার এই বিনামূল্যে রিচার্জের কারণে সাড়ে পাঁচ কোটি আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ কোভিড লকডাউনের সময় উপকৃত হবেন বলে দাবি করেছিল কোম্পানিটি।

কয়েক দিন আগেই রিলায়েন্স জিও জানিয়েছিল শীঘ্রই জিওফোন গ্রাহকদের বিনামূল্যে ৩০০ মিনিট টকটাইম (প্রত্যেক দিন ১০ মিনিট) দেওয়া হবে। লকডাউনের কারণে যে সব জিওফোন গ্রাহক রিচার্জ করতে পারবেন না তাঁদের এই সুবিধা করে দেবে রিলায়েন্স জিও ফাউন্ডেশন। জিওর এই পদক্ষেপের পরেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে এয়ারটেল ও ভোডাফোন।

Best Mobiles in India

Read more about:
English summary
Vi Rs. 49 Plan Announced; Aims To Benefit 6 Crore Low-Income Population

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X