জিও ৫৯৮ টাকা, এয়ারটেল ৫৯৮ টাকা, ভি ৫৯৯ টাকা: কোন প্ল্যানে মিলবে বেশি সুবিধা?

By Gizbot Bureau
|

লকডাউনের মধ্যে গ্রাহক ধরে রাখতে টেলিকম কোম্পানিগুলি চেষ্টার ঘাটতি রাখছে না। এই জন্য একের পর এক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে সব জিও, এয়ারটেল ও ভোডাফোন। ভোডাফোন ও আইডিয়া (ভি) মিশে যাওয়ার পরে সামনে এসেছে ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান। জিও ও এয়ারটেলের ৫৯৮ টাকা প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতায় এই প্ল্যান বাজারে এনেছে ভি। এক নজরে দেখে নিন কোন কোম্পানির প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাচ্ছে?

জিও ৫৯৮ টাকা, এয়ারটেল ৫৯৮ টাকা, ভি ৫৯৯ টাকা: কোন প্ল্যানে মিলবে বেশি

রিলায়েন্স জিও ৫৯৮ টাকা প্রিপেড প্ল্যান

৫৯৮ টাকা প্রিপেড প্ল্যানে ৫৬ দিন ভ্যালিডিটি দিচ্ছে রিলায়েন্স জিও। সঙ্গে থাকছে প্রতিদিন ২জিবি হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এছাড়াও সব জিও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে কল করার জন্য থাকছে ২০০০ মিনিট টকটাইম।

এছাড়াও এই প্ল্যানের সঙ্গে প্রতিদিন ১০০ এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। সব জিও অ্যাপ সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

ভি (ভোডাফোন আইডিয়া) ৫৯৯ টাকা প্রিপেড প্ল্যান

একই দামে জিওর থেকে কম ডেটা দিচ্ছে ভি। যদিও মিলবে বেশি ভ্যালিডিটি। ভি গ্রাহকরা ৫৯৯ টাকা রিচার্জ করলে প্রতিদিন ১.৫জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ভি ওয়েবসাইট থেকে রিচার্জ করলে ২৮ দিনের জন্য অতিরিক্ত ৫জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও থাকছে সব নেটওয়ার্কে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে না।

এয়ারটেল ৫৯৮ টাকা প্রিপেড প্ল্যান

এই দামে প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল। সঙ্গে রয়েছে আনলিমিটেড প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। সঙ্গে থাকছে অতিরিক্ত ৬জিবি ডেটা বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশনের সঙ্গেই এই প্ল্যানের গ্রাহকরা ফাস্ট্যাগ ডেলিভারিতে ১৫০ টাকা ছাড় পাবেন।

Best Mobiles in India

English summary
Vi Rs. 599 Or Jio Rs. 598 Or Airtel Rs. 598 Prepaid Plan: Which Is Best For You

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X