মঙ্গলবার বিকেলে লঞ্চ হবে যুগান্তকারী এই ফোন

|

এই বছর মোবাইল কংগ্রেসের ইভেন্টে প্রথম বিশ্বের সামনে বেজেল লেস ফোন এনেছিল চিনের স্মার্টফোন কোম্পানি ভিভো। তখন এই ফোনের নাম ছিল ভিভো এপেক্স। বার্সেলোনায় লঞ্চের সময় জানানো হয়েছিল ২০১৮ সালের মাঝামাঝি এই ফোন লঞ্চ করা হবে। আজ সাংহাইতে এই ইভেন্টে এই ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানি। এই কোনের নাম রাখা হয়েছে Vivo Nex। তিনটি আলাদা ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ হতে পারে নতুন এই ফোন। তবে উল্লেখযোগ্যভাবে আলাদা স্টোরেজ নয় প্রত্যেক ভেরিয়েন্টে থাকতে পারে আলাদা চিপসেট।

মঙ্গলবার বিকেলে লঞ্চ হবে যুগান্তকারী এই ফোন

অপেক্ষাকৃত কম দামের মডেলে থাকবে Snapdragon 710 চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করেছে কোয়ালকম। এই চিপসেটে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এই জন্য আলাদা নিউরাল নেটওয়ার্ক রয়েছে। এছাড়াও এর দামি ভার্সানের ভিতরে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 845 চিপসেট। আজ ভারতীয় সময় বিকেল 5 টায় সাংহাইতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে ভিভো।

এই ফোনের প্রধান আকর্ষন ফোনের সামনের ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে থাকবে না কোন কালো নচ। Vivo Nex এর গোটা ফোনের সামনে জুড়েই খালি ডিসপ্লে থাকবে। আর সেই কারনেই ফোনের ফ্রন্ট ক্যামেরাটিকে ফোনের ভিতরে রাখা হয়েছে।

প্রয়োজনে মোটরের সাহায্যে ডিসপ্লের উপরে ঊঠে পরবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফোনে ডিসপ্লের নীচে রাখা রয়েছে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ডিসপ্লের নীচের 50% জায়গায় যে কোন স্থানে আঙ্গুল ঠেকালেই এই ফোন আনলক হয়ে যাবে।

আগেই জানানো হয়েছে দুটি আলাদা চিপসেট ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন Vivo Nex। Snapdragon 845 ভেরিয়েন্টে থাকবে 8GB RAM আর Snapdragon 710 ভেরিয়েন্টে থাকতে পারে 6GB RAM। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনের ভিতরে।

কোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডাকোয়াডকোর ভালো না কী অক্টাকোর? জেনে নিন মোবাইল প্রসেসারের সব ফান্ডা

তবে একটি 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে। এই সব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আজ বিকেলে এই ফোন লঞ্চ হওয়া পর্যন্ত।

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo Nex is set to launch today in China.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X