ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ সহ লঞ্চ হল Vivo V11 Pro

By Gizbot Brueau
|

অনেকদিন ধরেই চলছিল বাজার গরম করার কাজ, অবশেষে ভারতে লঞ্চ হল Vivo V11 Pro। এই ফোনে ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ আর ফোনের ভিতরে থাকবে 6GB RAM। ভারতে Vivo V11 Pro –র দাম ২৫,৯৯০ টাকা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে এই ফোন।

ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ সহ লঞ্চ হল Vivo V11 Pro

কত দাম? কোথায় পাবেন?

ভারতে Vivo V11 Pro এর দাম ২৫,৯৯০ টাকা। 6GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ড্যাজলিং গপোল্ড ও স্টারি নাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে V11 Pro। অনলাইন রিটেল পার্টনারের মাধ্যমে বিক্রি হবে Vivo V11 Pro। আপাতত এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে V11 Pro বিক্রি শুরু হবে।

Vivo V11 Pro স্পেসিফিকেশান

V11 Pro তে থাকবে একটি ৬.৪১ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৭ শতাংশ। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১.৯.৫:৯। ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo V11 Pro তে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১২মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Vivo X21 আর Vivo NEX ফোনে একই ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডুয়াল সিম Vivo V11 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। কানেক্টিভিটির জন্য Vivo V11 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড (2.4GHz and 5GHz) Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Vivo V11 Pro এর ভিতরে থাকবে একটি 3,400 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 Pro তে থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo V11 Pro price in India is set at Rs. 25,990 for the lone 6GB RAM/ 64GB storage model.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X