৩,০০০ টাকা সস্তা হল ভিভো ভি১৫ প্রো

By Gizbot Bureau
|

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল ভিভো ভি১৫ প্রো। লঞ্চের সময় শুধুমাত্র ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যেত এই স্মার্টফোন। মে মাসে এই ফোনের দাম কমিয়েছিল চিনের কোম্পানিটি। একই সাথে ৮ জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। এবার সস্তা হল ভিভো ভি১৫ প্রো ফোনের ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম ভেরিয়েন্ট। সস্তা হয়ে যথাক্রমে ২৩,৯৯০ টাকা আর ২৬,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই দুই ভেরিয়েন্ট।

 
৩,০০০ টাকা সস্তা হল ভিভো ভি১৫ প্রো

ভিভো ভি১৫ প্রো ফোনের ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট ২,০০০ টাকা সস্তা হয়েছে। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম কমেছে ৩,০০০ টাকা। অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট আর পেটিএম মল থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এছাড়াও অফলাইন স্টোরেও নতুন দামে পাওয়া যাচ্ছে ভিভো ভি১৫ প্রো।

ভিভো ভি১৫ প্রো ফোনে রয়েছে ৬.৩৯ ইঞ্চি ইঞ্চি ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতর থাকবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট, ৬জিবি আর ৮ জিবি র‍্যাম আর ১২৮ জিবি স্টোরেজ।

 

ছবি তোলার জন্য ভিভো ভি১৫ প্রো ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ডেপ্ত সেন্সিং এর জন্য ভিভো ভি১৫ প্রো ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোমার জন্য এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে ভিভো।

ভিভো ভি ১৫ প্রো ফোনে থাকছে ৩,৭০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং। মাত্র ১৫ মিনিটে ২৪ শতাংশ চার্জ হবে ভিভো ভি১৫ প্রো ফোনের ব্যাটারি। নীল ও লাল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo V15 Pro Price Axed In India: Now Retails For Rs. 23,990

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X