আগামি ২৭ মার্চ লঞ্চ হবে নতুন Vivo V9

|

গত সেপ্টেম্বরে Vivo V7+ আর V7 লঞ্চ করার পরে ভারতের বাজারে আর কোন নতুন ফোন লঞ্চ করেনি ভিভো। আগামি ২৭ মার্চ এক ইভেন্টে হয়তো নিজেদের নতুন ফোন লঞ্চ করতে চলেছ এই চাইনিজ কোম্পানি।

আগামি ২৭ মার্চ লঞ্চ হবে নতুন Vivo V9

যদিও কোম্পানির তরফে এই ফোনের নাম সম্প্ররকে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছে কোম্পানির নতুন V9 ফোন লঞ্চ করা হবে এই ইভেন্টে। এই মুহুর্তে ভারতে V7 এর দাম ১৮,৯৯০ টাকা। তবে এক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফোনে থাকতে পাবে iPhone X এর মতো নচ। ২৫০০০ টাকার আশেপাশে এই ফোনের দাম হবে বলেই মনে করা হচ্ছে।

তবে বাজারে প্রচুর কানাঘুঁষো চলছে ভিভোর নতুন এই ফোন নিয়ে। সম্প্রতি এক অনলাইন লিকে দেখা গিয়েছে এই ফোনে থাকবে iPhone X এর মতো নচ আর ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনের বেজের প্রায় নেই বললেই চলে। ছোট বেজেলের কারনে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হয়তো ফোনের পিছনের দিকে থাকবে।

কোম্পানির তরফে যে ইনভাইটেশান কার্ড পাঠানো হয়েছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে রিয়ার ডুয়াল ক্যামেরা সেট আপ। ভিভোর আগের ফোনের মতোই এই ফোনেও থাকতে পারে 24MP ক্যামেরা। এছাড়াও থাকতে পারে অক্টা-কোর Qualcomm Snapdragon 660 চিপসেট। এছাড়াও ফোনে প্রিলোডেড থাকবে অ্যানড্রয়েড ওরিও। যদিও ফোন লঞ্চ হলে তবেই জানা যাবে এই সব খবরের সত্যতা।

এবার রাজস্থানে VoLTE পরিষেবা লঞ্চ করলো ভোডাফোনএবার রাজস্থানে VoLTE পরিষেবা লঞ্চ করলো ভোডাফোন

অন্যদিকে শোনা যাচ্ছে আরও একটি নতুন ফোন আনতে চলেছে। ফ্ল্যাগশিপ এই ফোনের নাম ভিভো অ্যাপেক্স। এই ফোনে থাকবে লেটেস্ট Qualcomm Snapdragon 845 চিপসেট আর ফোনের ফঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ডিসপ্লের নিচে। ২০১৮ সালে মাঝের দিকে বাজারে আসতে পারে নতুন ভিভো অ্যাপেক্স।

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo seems to be all set to launch a new smartphone alleged to be the Vivo V9 in India as it has sent out media invites for a launch event to happen on March 27. The device is believed to feature an iPhone X-like notch and be priced around Rs. 25,000. It is said to be the Vivo V7 successor and feature a similar 24MP selfie camera.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X