রাজ্যে ইন্টারনেট স্পিডে এক নম্বরে ভোডাফোন

By Gizbot Bureau
|

পশ্চিমবঙ্গে ৪জি স্পিডে এক নম্বরে রয়েছে ভোডাফোন। সম্প্রতি এই কথা জানিয়েছে বিশ্বের এক নম্বর ইন্টারনেট স্পিড ওয়েব বেসড অ্যাপলিকেশন উকলা।

রাজ্যে ইন্টারনেট স্পিডে এক নম্বরে ভোডাফোন

পশ্চিমবঙ্গে ভোডাফোন নেটওয়ার্কে গড়ে ১২.৮৫ এমবিপিএস স্পিড পাওয়া গিয়েছে। আপলোডে পাওয়া গিয়েছে ৮.৫৯ এমবিপিএস। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাসের সংগৃহীত তথ্য থেকে এই স্পিড প্রকাশ করছে উকলা।

দুর্দান্ত স্পিডের সাথেই সম্প্রতি কলকাতায় নেটওয়ার্ক কভারেজে উন্নতি করেছে ভোডাফোন। এই প্রসঙ্গে এক বিবৃতিতে ভোডাফোনের চিফ টেকনিকাল অফিসার ভিশান্ত ভোরা জানিয়েছেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা নেটওয়ার্কে উন্নতি করছি। যার ফলে পশ্চিমবঙ্গে দ্রুততম নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছি আমরা। উকলার এই তথ্য আমাদের গ্রাহকের প্রতি নিরন্তর পরিষেবার দেওয়ার মানষিকতাকে স্বীকৃতি দিয়েছে।”

কলকাতার এক নম্বর মোবাইল নেটওয়ার্ক ভোডাফোন। কলকাতা ও পশ্চিমবঙ্গে ভোডাফোনের ২জি, ৩জি ও ৪জি পরিষেবা রয়েছে। গোতা রাজ্যে কোম্পানির ২১,০০০ স্পেকটার্ম রয়েছে।

শুরুতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, মেদিনীপুর সহ একাধিক শহরে ৪জি পরিষেবা শুরু করেছিল ভোডাফোন।

সম্প্রতি আনলিমিটেড কলিং সহ ১৩৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল ভোডাফোন। আনলিমিটেড কল এর সাথেই এই প্ল্যানে ডেটা ব্যবহার করা যাবে। ভোডাফোন ওয়েবসাইটে জানানো হয়েছে ১৩৯ টাকায় আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে ২ জিবি ডেটা। কোম্পানি জানিয়েছে এই ১৩৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। তবে এই প্ল্যানে মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে।

১৪৯ টাকা জিও প্রিপেড প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতায় এই প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। ১৪৯ টাকা প্রিপেড প্ল্যানে জিও গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে পারেন। সাথে থাকছে দিনে ১০০ টি এসএমএস আর প্রতিদিন ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ। ১৪৯ টাকা জিও প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ ২৮ দিনে মোট ৪২ জিবি ডেটা ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Vodafone certified as West Bengal’s Fastest 4G Network by Ookla.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X