Just In
Don't Miss
নেটওয়ার্কে উন্নতি করেছে ভোডাফোন ও এয়ারটেল: রিপোর্ট
ভিডিও স্ট্রিমিংয়ে সম্প্রতি আগের থেকে ভালো অভিজ্ঞতা পাচ্ছেন এয়ারটেল ও ভোডাফোন গ্রাহকরা। সম্প্রতি ওপেন সিগনাল প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। এপ্রিল মাসের তথ্য থেকে জানা গিয়েছে ভালো ভিডিও অভিজ্ঞতায় সবথেকে বেশি উন্নতি করেছে ভোডাফোন। নেটওয়ার্কের গুনমানে এয়ারটেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভোডাফোন। আপলোড স্পিডে সবাইকে ছাড়িয়ে এক নম্বরে পৌঁছেছে ভোডাফোন। যদিও ৪জি নেটওয়ার্ক কভারেজে এখনও এক নম্বরে রয়েছে জিও। সেখানে ৯৮.২ স্কোর করেছে জিও।
ওপেনসিগনাল জানিয়েছে, ভিডিও স্ট্রিমিং অভিজ্ঞতায় উন্নতি করেছে এয়ারটেল। আগে ৪০-৫৫ এর মধ্যে স্কোর থাকলেও সম্প্রতি এয়ারটেলের স্কোর বেড়ে ৫৫-৬৫ এর মধ্যে এসেছে। ৫৫-৬৫ -র মধ্যে স্কোর করেছে ভোডাফোন।
“এই দুই নেটওয়ার্কে ভিডিও স্ট্রিম করার সময় আর আটকে যাবে না। এর ফলে স্মার্টফোনে ভিডিও দেখার অভিজ্ঞতা মসৃণ হবে।” এক রিপোর্টে জানিয়েছে ওপেনসিগনাল।
এই মাপদন্ডে অনেকটাই পিছিয়ে রয়েছে জিও ও আইডিয়া। ৪০-৫৫ স্কোর করেছে এই দুই অপারেটর। ৩জি নেটওয়ার্কের কারণে এই তালিকায় সবার নীচে রয়েছে বিএসএনএল।
ডাউনলোড স্পিডে গোটা দেশে এক নম্বরে রয়েছে এয়ারটেল। গড়ে ১০.১ এমবিপিএস স্পিড পেয়েছে এয়ারটেল গ্রাহকরা। ভোডাফোন গ্রাহকরা গড়ে ৯.৫ এমবিপিএস ও আইডিয়া গ্রাহকরা গটে ৯.২এমবিপিএস স্পিড পেয়েছেন।
ডাউনলোড স্পিডে তিন নম্বরে রয়েছে জিও। জিও গ্রাহকরা গড়ে ৭.২ এমবিপিএস স্পিড পেয়েছেন। সব শেষে বিএসএনএল গ্রাহকরা পেয়েছেন ২.৯ এমবিপিএস স্পিড। ভারতের বেশিরভাগ সার্কেলেই এখনোও ৩জি নেটওয়ার্ক ব্যবহার করেন বিএসএনএল গ্রাহকরা।
আপলোড স্পিডে গোটা দেশে এক নম্বরে ভোডাফোন। ভোডাফোন গ্রাহকরা গড়ে ৩.৯ এমবিপিএস স্পিড পেয়েছেন। ওপেন সিগনাল জানিয়েছে এয়ারটেলের থেকে ২৪ শতাংশ বেশি আপলোড স্পিড দিয়েছে ভোডাফোন। জিওর থেকে এয়ারটেলের আপলোড স্পিড ৪২ শতাংশ বেশি। বিএসএনএল-এর থেকে জিও আপলোড স্পিড তিন গুণ বেশি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190