মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মেলালো ভোডাফোন, এন্ট্রি লেভেল স্মার্টফোনে ক্যাশব্যাক অফার

By Sabyasachi Chakraborty
|

মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মেলানো ভোডাফোন। মাইক্রোম্যাক্সের যতগুলো এন্ট্রি লেভেলের ৪জি স্মার্টফোন রয়েছে, তাতে ক্যাশব্যাক অফার আনা হচ্ছে।

মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মেলালো ভোডাফোন, এন্ট্রি লেভেল স্মার্টফোনে ক

এই অফারে ভোডাফোনের যাঁরা নতুন আর চলতি গ্রাহক রয়েছেন, তারা যে কোনও এন্ট্রি লেভেলের মাইক্রোম্যাক্স ফোন (Bharat 2 Plus, Bharat 3, Bharat 4and Canvas -1) কিনলে ক্যাশব্যাক অফার পাবেন। গ্রাহকদের প্রতি মাসে ১৫০ টাকা হিসেবে ৩৬ মাস রিচার্জ করতে হবে। (এর বেশিও রিচার্জ করা যাবে, তবে তা নুন্যতম ৩৬ মাস দেড়শো টাকার হিসেবে বা তার বেশি হতে হবে)।

১৮ মাসের শেষে গ্রাহকরা ৯০০ টাকার ক্যাশব্যাক পাবেন। এরপরের ১৮ মাসে ১৩০০ টাকা ক্যাশব্যাক। ফলে মোট ২২০০ টাকা Vodafone M-Pesa ওয়ালেটে ক্যাশব্যাক হবে।

লঞ্চ হল নতুন Redmi 5A। রয়েছে 13MP ক্যামেরা, 3000 mAh ব্যাটারিলঞ্চ হল নতুন Redmi 5A। রয়েছে 13MP ক্যামেরা, 3000 mAh ব্যাটারি

ভোডাফোন ইন্ডিয়া কনজিউমার বিজনেসের অ্যাসোসিয়েট ডিরেক্টর অনীশ খোসলা জানান, ভোডাফোন সুপারনেট ৪জি অ্যাকসেস আরও সহজ হল। ৯৯৯ টাকায় মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে স্মার্টফোন আনা হয়েছে বাজারে। মাইক্রোম্যাক্সের এন্ট্রি লেভেল ফোনে এবার ক্যাশব্যাক অফারও দিচ্ছে ভোডাফোন।

খোসলার মতে, অনেক গ্রাহকরাই এবার স্মার্টফোন কাছে রাখতে পারেবন, সুযোগ পাবেন ৪জি নেটের মজা ওঠাতেও।

'Bharat2 Ultra' মাইক্রোম্যাক্সের ভারত সিরিজের বেশ সফল ফোন। অনেক ভাল ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে অপশন বেশ ভাল এই ফোনের।

Best Mobiles in India

Read more about:
English summary
Under this partnership, existing and new Vodafone customers can purchase any of the popular new Micromax smartphones

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X