৯৯ টাকায় আনলিমিটেড কলিং এর সুবিধা দেবে ভোডাফোন

By GizBot Bureau
|

ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও আসার পর থেকে ফোন কল ও ডাটার দাম অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে। নিজেদের গ্রাহকদের ধরে রাখতে সব নেটওয়ার্কই প্রতি সপ্তাহে নিত্য নতুন প্ল্যান নিয়ে আসছে। প্রিপেড ও পোস্টপেড দুই ক্ষেত্রেই আকই ছবি দেখা যাচ্ছে। এবার ৯৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো ভোডাফোন। নতুন এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল করতে পারবেন।

 
৯৯ টাকায় আনলিমিটেড কলিং এর সুবিধা দেবে ভোডাফোন

৯৯ টাকার নতুন এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন বলে জানিয়েছে ভোডাফোন। তবে নামে আনলিমিটেড হলেও দিনে সর্বোচ্চ ২৫০ মিনিট ও সপ্তাহে ১০০০ মিনিট করা বলতে পারবেন গ্রাহকরা। তবে এই প্ল্যানের সাথে কোন ডাটা সুবিধা পাবেন না গ্রাহকরা। ২৮ দিনের ভ্যালিডিটি সহ নতুন ৯৯ টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। তবে শুধুমাত্র কোম্পানির 4G সার্কেলগুলিতেই এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ও কলকাতা দুই সার্কেলেই ভোডাফোনের 4G পরিষেবা রয়েছে।

কোম্পানির নতুন এই প্ল্যানের ফলে জিও ও এয়ারটেলের সাথে লড়াইয়ে খানিকটা জমি ফিরে পাবে বলেই আশা প্রকাশ করছেন কোম্পানির অফিসাররা। তবে একই দামে এয়ারটেল ও জিওর প্ল্যানে ভয়েস কলিং এর সাথেই ডাটা ও বিনামূল্যে SMS এর সুবিধা পান গ্রাহকরা।

 

জিওর ৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এই প্ল্যানে ভলেস কলিং এ কোন লিমিট নেই। এর সাথেই গ্রাহকরা ৩০০টি SMSআর 2GB 4G ডাটা ব্যবহার করতে পারেন। জিওর ৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

একই রকমের প্ল্যান রয়েছে অন্য এক জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এয়ারটেলেও। এয়ারটেলে ৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা যত খুশি ভয়েস কল করতে পারেন। এর সাথেই 2GB 2G/3G/4G ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আর পাবেন প্রতিদিন ১০০ টি SMS করার সুযোগ। এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
This new Rs 99 plan from Vodafone will take up similar pre-paid tariff plans with unlimited calling benefits from Reliance Jio and Airtel.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X