নতুন সিম কার্ড নেওয়ার নিয়মে বদল আনলো টেলিকম দপ্তর

By GizBot Bureau
|

নতুন সিম কার্ড নেওয়া নিয়মে বদল আনল টেলিকম দপ্তর। জুন মাস থেকে শুধুমাত্র e-KYC ফিল আপ করেই নতুন সিম নেওয়া যাবে বলে টেলিকম দপ্তর জানিয়েছে। অর্থাৎ আপনারভ বায়োয়েট্রিক ভেরিফিকেশানের পরেই নতুন সিম কার্ড চালু হয়ে যাবে।

নতুন সিম কার্ড নেওয়ার নিয়মে বদল আনলো টেলিকম দপ্তর

কিছুদিন আগেই টেলিকম দপ্তর জানিয়েছিল নতুন সিম কার্ড নেওয়ার জন্য আধার নম্বর জরুরি নয়। কিন্তু নতুন এই নিয়মে শুধুমাত্র বায়োমেট্রিক অথেন্টিকেশানেই নতুন সিম অ্যাকটিভেট করা যাবে। প্রসঙ্গত ভারতে আধার একমাত্র আইডি যাতে বায়োমেট্রিক তথ্য আছে। যদিও এর ফলে আপনার আধার নম্বর টেলিকম কোম্পানির সাথে শেয়ার করবে না টেলিকম দপ্তর। তবে প্রয়োজনে আধারের ভার্চুয়াল আইডি শেয়ার করা হতে পারে।

ভার্চুয়াল আইডি একটি ১৬ ডিজিটের নম্বর। UIDAI এর তরফ থেকে এই নম্বর দেওয়া হয়। UIDAI এর ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়াল আইডি তৈরী করা যায়। তবে এই আইডি তৈরী করার জন্য নিজের মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক থাকতে হবে। এর মাধ্যমে কোম্পানি আপনার আধার নম্বর না জেনেও আপনার সব তথ্য ভেরিফাই করতে পারবে।

লিমিটেড e-KYC প্রসেসে টেলিকম অপারেটার আপনার নাম ও ঠিকানান জানতে পারবে। এর মাধ্যমে কোন কাগজ ছাড়াই কয়েক সেকেন্ডে তা জেনে যাবে টেলিকম সংস্থা। ভার্চুয়াল আইডি দিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশাল করলেও টেলিকম অপারেটার খুব বকম তথ্য পাবে।

আপনি যদি নিজের তথ্য টেরলিকম কোম্পানির কাছে চলে যাওয়া নিয়ে খুব চিন্তিত থাকেন তবে টেলিকম দপ্তরের এই সিদ্ধান্ত আপনাকে খানিকটা স্বস্তি দেবে। নতুন এই নিয়মে টেলিকম অপারেটার আপনার আধার নম্বর না জেনেই এবার আপনাকে সিম দিতে পারবে। ভার্চুয়াল আইশি থেকে কোন ভাবেই আধার নম্বর জানা সম্ভব নয়।

নিজের নাম গুগল সার্চ করে গুগলের বিরুদ্ধে মামলায় জিতলেন এই ব্যাক্তিনিজের নাম গুগল সার্চ করে গুগলের বিরুদ্ধে মামলায় জিতলেন এই ব্যাক্তি

Best Mobiles in India

Read more about:
English summary
DoT (Department of Telecom) has set up a new set of rules for those who are interested in getting a new SIM card from July 1st. Here are the complete details on How to get the Virtual ID from Aadhar and how to do Limited e-KYC and what is a Limited e-KYC and more information. One can only get a new SIM using Aadhar.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X