অনলাইনে পর্ন দেখা সুরক্ষিত নয়: রিপোর্ট

By Gizbot Bureau
|

অনেকেই পর্ন দেখার সময় ইন্টারনেটে সুরক্ষিত থাকতে ব্রাইউজারের ইনকগনিটো বা প্রাইভেট মোড ব্যবহার করেন। সাধারন সময়ে ইন্টারনেট ব্যবহারের সময় আমরা সারাক্ষন বিভিন্ন ট্র্যাকারের নজরদাড়িতে থাকি। তবে ইনকগনিটো মোডে এই সমস্যার সমাধান হয় না বলে জানিয়েছে এক হবেষনা রিপোর্ট। ইনকগনিটো মোডে পর্ন দেখার সময়েও ফেসবুক, গুগল ও ওরাকেলের মতো কোম্পানিগুলি আপনার ব্রাউজিং এর উপরে নজরদাড়ি চালাতে থাকে।

অনলাইনে পর্ন দেখা সুরক্ষিত নয়: রিপোর্ট

তবে এই তথ্য সংগ্রহ করে এই কোম্পানিগুলি ঠিক কী করে সেই বিষয়ে পরিস্কার ধারনা পাওয়া যায়নি। টেক গুরুরা বলছে বিজ্ঞাপন দেখানো যেখানে গুগল ও ফেসবুকের প্রধান রোজগারের উপায় তাই এই তথ্য ব্যবহার করে গ্রাহককে বিজ্ঞাপন দেখাতে পারে কোম্পানিগুলি। পর্ন দেখার সময় আপনার এই তথ্যগুলি সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির ট্র্যাকার,

১। সবার আগে আপনার আইপি অ্যাড্রেস ও মোবাইল নম্বর কংগ্রহ করা হয়।

২। পর্ন ওয়েবসাইট ঠিক কখন আপনাকে ট্র্যাক করছে তা গ্রাহকের পক্ষে জানা আসম্ভব।

৩। 'ওয়েবএক্সরে’ নামে এক টুল ব্যবহারে করে পর্ন ওয়েবসাইটের তথ্য পাচার ধরে ফেলেছেন গবেষকরা। পেনসিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয়, কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় আর মাইক্রোসফট একসাথে এক গবেষণায় ২২,৪৮৪ টা পর্ন ওয়েবসাইটে এই গবেষণা চালিয়েছেন।

৪। ৯৩ শতাংশ পর্ন ওয়েবসাইট গ্রাহকের তথ্য এই কোম্পানিগুলির কাছে পাচার করে, গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

৫। এর মধ্যে সবথেকে বেশি তথ্য সংগ্রহ করেছে গুগল।

৬। গ্রাহকের মানসিকতা বোঝার জন্য এই ঘরনের তথ্য সংগ্রহ করতে পারে কোম্পানিটি।

৭। পর্ন ওয়েবসাইট থেকে গ্রাহকের তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন দেখানোর অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক ও গুগল।

৮। এছাড়াও গবেষণায় জানা গিয়ছে বেশিরভাগ পর্ন ওয়েবসাইট কোন ধরনের এনক্রিপশান ব্যবহার করে না। ফলে খুব সহজেই গ্রাহকের এই সব তথ্য হ্যাক করা সম্ভব।

Best Mobiles in India

Read more about:
English summary
Watching Porn On Incognito Mode? Google Might Still Know About It

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X