Just In
আপনার স্মার্টফোনে কি ইউটিউব খুব স্লো চলছে? সমাধানসূত্র জানতে, পড়তে থাকুন
আমরা জানি, বেশ বড় সংখ্যক স্মার্টফোন ইউজারের কাছেই ইউটিউব হল সময় কাটাবার জন্য সবচেয়ে ভালো একটি অ্যাপ। শুধুমাত্র মজার জন্য, অথবা শিক্ষামূলক কারণে এবং অন্যান্য তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যেও আমরা ইউটিউবে প্রতিদিন নানারকম ভিডিও দেখে থাকি।

তবে এটাও ঠিক, মাঝেমধ্যেই এই অ্যাপটি বার বার 'কানেকশন এরর’ দেখাতে থাকে এবং সেজন্য আপনাকে রীতিমত ঝামেলায় পড়তে হয়! এবং এমনকি, ইন্টারনেট কানেকশন স্থিতিশীল থাকলেও এক একটি ভিডিও লোড হতে অনেক সময় নিয়ে নেয়। এখন, এই সমস্যার দু'ধরনের সমাধান পাওয়া যেতে পারে – এরমধ্যে একটি হল, 'নার্ডস্’ বা তুখোর একরোখা টেকস্যাভি মানুষদের জন্য এবং অন্যটি অবশ্যই সাধারণ ব্যবহারকারীদের জন্য।
সাধারণ ইউজারদের জন্য বেশ কয়েকটি পন্থা রয়েছে যার মাধ্যমে বাফারিংয়ের সময় কমানো যেতে পারে অথবা নেটওয়ার্ক এররের বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সেগুলি হল, - ১) ইউটিউব-এর ক্যাশ ডাটা ক্লিয়ার করা, ২) ইউটিউব ভিডিও কোয়ালিটি চেঞ্জ করা অথবা ৩) শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইব করা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এগুলি করা যায় –
১) ক্যাশ ডাটা ক্লিয়ার করা –
• আপনার ফোনে, ডেক্সটপে অথবা ট্যাবলেটে ক্রোম ব্রাউজারটি খুলুন।
• এবার থ্রি-লাইন অপশন মেনু তে যান।
• আপনার ফোনের হিস্ট্রি থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে আসুন। আর ডেক্সটপের ক্ষেত্রে মোর টুলস থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে আসুন।
• অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসি ইউজাররা ব্রাউজিং ডাটা ডিলিট করার সময় টাইম রেঞ্জও সিলেক্ট করে দিতে পারেন। এই সুবিধাটি কিন্তু আইফোনে উপলব্ধ নয়।
• অপশন থেকে কুকিজ অ্যান্ড সাইট ডাটা এবং ক্যাশড্ ইমেজ অ্যান্ড ফাইলস-এ যান।
• ক্লিয়ার ডাটা অপশনটি সিলেক্ট করুন।
২) ভিডিও কোয়ালিটি পরিবর্তন করা –
• ইউটিউবের ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করবার জন্য আপনাকে অ্যাপ এর নীচে ডান দিকের কোণে অথবা উপরের ডান দিকের কোণে গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এবার আপনি ইচ্ছেমতন ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে পারেন।
• ভিডিও দ্রুত লোড করতে চাইলে কম রেজোলিউশনের ভিডিও অপশন বেছে নিতে পারেন।
• এই ফিচারটি ডেক্সটপেও পাওয়া যাবে।
৩) ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন –
এরপরেও যদি আপনি অনলাইনে ভিডিও দেখতে সফল না হন, তাহলে ইউটিউব প্রিমিয়ামে সাবস্ক্রাইব করাই আপনার জন্য সেরা অপশন। এর ফলে আপনি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন এবং পরে আপনার সুবিধামত সময়ে, অফলাইনে কোন সমস্যা ছাড়াই সেটি দেখতে পারবেন।
এখানে উল্লেখযোগ্য যে, নার্ড ব্যক্তিদের জন্য ইউটিউব-এর একটি স্পেশাল টুল রয়েছে – 'স্ট্যাটস ফর নার্ডস্’ – যেখানে, কানেকশন স্পিডের ভিত্তিতে ইউজার ডিটেলস, বাফার হেলথ্ এবং ভিডিও স্ট্রিমিং-এর সময়কার নেটওয়ার্ক অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। বাস্তবে এটা কোন সমাধান নয়, কিন্তু এই অপশনটি ইউজারদের সঠিক সমস্যাটা খুঁজে পেতে অবশ্যই সাহায্য করে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটা করা যায় –
• ডেক্সটপে ইউটিউব ভিডিওতে স্ট্যাটস ফর নার্ডস্ অপশন-এ রাইট ক্লিক করুন।
• স্ক্রিনের উপরে কোণের দিকে পপ আপ স্ক্রিন উইন্ডো থেকে নেটওয়ার্ক স্পিড, ফ্রেম, অপশনাল রেজোলিউশন, নেটওয়ার্ক অ্যাক্টিভিটি, বাফার হেলথ্ এবং অন্যান্য বিষয়েগুলি দেখে নিতে পারবেন। এই বৈশিষ্ট্যটি ইউটিউব অ্যাপেও পাওয়া যাবে।
• আইফোন ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে সেটিংস-এ যান এবং সেখান 'এনেবল স্ট্যাটস ফর নার্ডস্’ অপশনটি অন করে দিন।
• অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংস-এ গিয়ে জেনারেল-এর মধ্যে 'এনেবল স্ট্যাটস ফর নার্ডস্’ অপশন সক্রিয় করুন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190