গুগলের মাই অ্যাক্টিভিটি সেটিংস দিয়ে যা যা করা যায়

মাই অ্যাক্টিভিটি সেটিংসের মধ্যে দিয়ে গুগলের নজরদারি বন্ধ করতে পারবেন আপনি

By Sabyasachi Chakraborty
|

গুগল কি আপনার সম্পর্কে জানে? হ্যাঁ, জানে। না মানে অন্তত কিছুটাও কি জানে? না না, জানে, সব কিছু জানে। এই সব কিছু জানে শুনে একটু অবাক লাগছে কি? অবাক লাগার কিছুই নেই, কারণ আপনি যদি গুগলের প্রোডাক্টস, মানে জিমেল, জিড্রাইভ, ম্যাপস সহ অন্যান্য জিনিসগুলি খুব বেশিমাত্রায় ব্যবহার করে থাকেন, তাহলে আপনি দেখবেন একটা বিশেষ পেজ আপনা আপনি সেভ হতে থাকছে। আর সেটি হল মাই অ্যাক্টিভিটি।

গুগলের মাই অ্যাক্টিভিটি সেটিংস দিয়ে যা যা করা যায়

এখন এই মাই অ্যাক্টিভিটিটা কী? গুগল আপনার সম্পর্কে কী কী তথ্য জড়ো করে ফেলেছে, সেইটা জানার জায়গা হল এটা। কোন ওয়েব সার্চ করেছেন, কোন ছবি সার্চ করেছেন, ম্যাপ, প্লে, শপিং, ইউটিউব যা যা আপনি করেছেন সব থাকবে এখানে।

এবার গাঁটছড়া বাঁধল Ola আর Googleএবার গাঁটছড়া বাঁধল Ola আর Google

এছাড়াও টাইমলাইনে প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা করে দেখতে পারবেন। এর জন্য ওপরে বাঁ দিকে মেনু বাটনে ক্লিক করতে হবে। যেতে হবে আইটেম ভিউতে। গুগল আসলে আপনার এই ডেটা গুলি তার পরিষেবাকে আরও ভালো করতে ব্যবহার করে। আপনি যাতে আরও পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স পান সেই জন্য এই ব্যবস্থা।

গুগলের মাই অ্যাক্টিভিটি সেটিংস দিয়ে যা যা করা যায়

কোনও ভাবে কি এটা ডিলিট করা যায়? গেলে কীভাবে?

হ্যাঁ, অবশ্যই ডিলিট করা যায়! অ্যাক্টিভিটি পেজ থেকে সবকিছু ডিলিট করা যেতে পারে।

ধরা যাক বিশেষ কিছু দিনের অ্যাক্টিভিটি আপনি ডিলিট করতে চাইছেন। যেমন গত সপ্তাহের, বা মাসের। মাই অ্যাক্টিভিটি পেজের ওপরের বাঁ দিকের কোনে মেনু বাটন ক্লিক করুন। সেখানে ডিলিট অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। দিন বাছুন এবং ডিলিট করতে থাকুন।

গুগলের মাই অ্যাক্টিভিটি সেটিংস দিয়ে যা যা করা যায়

আর অ্যাপ অনুযায়ী যদি ডিলিট করতে চান, যেমন ইউটিউব, সেক্ষেত্রে তাহলে মাই অ্যাক্টিভিটি পেজে যান, সার্চ বক্সের মধ্যে ডেট অ্যান্ড প্রোডাক্ট অনুযায়ী ফিল্টারে ক্লিক করুন। প্রোডাক্ট বাছুন, ডিলিট করুন, সার্চ বাটন ক্লিক করুন।
গুগলের মাই অ্যাক্টিভিটি সেটিংস দিয়ে যা যা করা যায়
গুগলের মাই অ্যাক্টিভিটি সেটিংস দিয়ে যা যা করা যায়

এটা কী বন্ধ করা যেতে পারে?

হ্যা আপনি পারেন। ওপরে বাঁ দিকে যান, অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করুন। লিস্ট পাবেন। ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি, লোকেশন হিস্ট্রি, ডিভাইস ইনফর্মেশন, ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি, ইউটিউব সার্চ হিস্ট্রি এবং ইউটিউব ওয়াচ হিস্ট্রি। স্রেফ টার্ন অফ ক্লিক করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
Does Google know about you? Yes! Up to certain extent? No, everything! Shocking right? Yes, if you use most of the Google products including Gmail, Gdrive, Maps and more. Check out here for more infromation

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X