২০১৯ সালের সাধারন বাজেট ভারতে ইলেকট্রিক গাড়িকে জনপ্রিয় করতে পারবে?

By Gizbot Bureau
|

সম্প্রতি লোকসভায় ২০১৯ সালের সাধারন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতে ইলেকট্রিক গাড়িকে জনপ্রিয় করতে এই বাজেটে একাধিক প্রস্তাব আনা হয়েছে। সেখানে ভারতকে ইলেকট্রিক গাড়ি তৈরীর হাবে রূপান্তরিত করতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এছাড়াও ইলেকট্রিক গাড়ির একাধিক যন্ত্রাংশে আমদানি শুল্কে ছাড় দিয়েছে অর্থমন্ত্রক। ভারতবাসীকে ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

২০১৯ সালের সাধারন বাজেট ভারতে ইলেকট্রিক গাড়িকে জনপ্রিয় করতে পারবে?

ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তার সাথেই ভারতে হাইব্রিড গাড়ি তৈরীতে জোর দেওয়া হবে। এর জন্য ১০,০০০ কোটি টাকা লগ্নি করবে কেন্দ্র। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেন দেশের ইলেকট্রিক গাড়ির দিকে এবার ঝোঁকার সময় এসেছে। সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে ইলেকট্রিক গাড়ির দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে।

আগে ইলেকট্রিক গাড়ি কেনার সময় ১২ শতাংশ পন্য পরিষেবা কর দিতে হত। এক ধাক্কায় সেই কর কমে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক গাড়ি কেনার জন্য ঋনের কিস্তি দিলে আয়করে দেড় লক্ষ টাকা ছাড় দেবে কেন্দ্র। ঋণ শোধ করার সময় আড়াই লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে।

এই মুহুর্তে ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ির সংখ্যা ০.০৬ শতাংশ। চিনের রাস্তায় ইলেকট্রিক গাড়ির সংখ্যা ২ শতাংশ। অন্যদিকে নরওয়ের রাস্তায় ইলেকট্রিক গাড়ির সংখ্যা ৩৯ শতাংশ। ভারতে ইলেকট্রিক গাড়ি চার্জ করার পরিকাঠামো না থাকার কারনে তা জনপ্রিয় হচ্ছে না। এক সমীক্ষায় জানানো হয়েছে ভারতে ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় করতে দ্রুত ফাস্ট চার্জিং স্টেশন তৈরী করতে হবে।

যেহেতু ইলেকট্রিক গাড়ি রিচার্জেবেল ব্যাটারিতে চলে তাই ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তার জন্য ফাস্ট চার্জিং স্টেশন আবশ্যিক। সরকারের নতুন সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তায় সাহায্য করলেও আপাতত দেশকে চার্জিং স্টেশন তৈরীর পরিকাঠামো তৈরীতে নজর দিতে হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
What Does The Budget 2019 Means For Electric Cars

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X