নতুন প্রাইভেসি পলিসি বাতিল করা হোক, হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠাল কেন্দ্র

By Gizbot Bureaau
|

সম্প্রতি হোয়াটসঅ্যাপকে প্রিইভেসি পলিসির বিষয়ে ফের নোটিস পাঠিয়েছে দেশের বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক। নোটিসে জানানো হয়েছে বার বার পলিসি আপডেটের দিন পিছিয়ে কোন লাভ হবে না। নতুন প্রাইভেসি পলিসি প্রত্যাহার করুক এই মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপকে ফের একই বার্তা দিল কেন্দ্রীয় সরকার।

নতুন প্রাইভেসি পলিসি বাতিল করা হোক, হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠাল কেন্দ্র

চলতি মাসের ১৫ তারিখে ছিল হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট করার শেষ দিন। আগের বারের মতোই প্রবল সমালোচনার মুখে ফের পিছু হটতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। মার্কিন মেসেজিং কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ১৫ মে-র পরও কোম্পানির প্রাইভেসি পলিসি আপডেট না করলে গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হবে না। যদিও বার বার এই পিছিয়ে দেওয়ার নীতিকে সমর্থন করছে না কেন্দ্র। কেন্দ্রের তরফে বার্তা পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে।

বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক বলেছে, ' নতুন প্রাইভেসি পলিসি প্রত্যাহার করা হোক। এর মাধ্যমে ভারতীয় নাগরিকদের স্বার্থ ও অধিকার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে।' এর ফলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে না বলে বার্তায় জানিয়েছে কেন্দ্র।

দিল্লি হাইকোর্টেও হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই বিষয়ে মামলা বিচারাধীন। সেখানেও একই বক্তব্য রেখেছে সরকার।

হোয়াটসঅ্যাপকে পাঠানো কেন্দ্রের নোটিসে ভারতীয়দের সঙ্গে ইউরোপীয় গ্রাহকদের বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, 'দেশের কয়েক কোটি নাগরিক হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। প্রতিদিন দেশের বহু মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। নতুন এই প্রাইভেসি পলিসি তাঁদের কাছে নতুন সমস্যার স্ররষ্টি করবে। প্রাইভেসি পলিসির নাম করে দেশের মানুষের উপর অন্যায্য শার্তাবলী চালিয়ে দিচ্ছে মার্কিন কোম্পানিটি। আদতে এই প্রাইভেসি পিলিসির মাধ্যমে দেশের আইন ভাঙার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।'

দেশের মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র। সাত দিনের মধ্যে হোয়াটসঅ্যাপকে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে নির্দিষ্ট সময়ে সন্তোষজনক উত্তর না পেলে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp asked to withdraw new privacy policy

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X