সব অ্যানড্রয়েড ফোন পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপের এই ফিচার

By Gizbot Bureau
|

সম্রতি আইফোনের হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ ভিডিও কলের বাটন যোগ হয়েছিল। এই বাটনে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতর থেকে গ্রুপ কল শুরু করা যায়। এই খবর যখন টেক দুনিয়ার শিরোনামে তখন নিঃশব্দে নতুন পিকচার ইন পিকচার মোড লঙ্ক করল মার্কিন মেসেজিং কোম্পানিটি।

সব অ্যানড্রয়েড ফোন পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপের এই ফিচার

সম্প্রতি অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য বহু প্রতীক্ষিত পিকচার-ইন-পিকচার মোড নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। প্রায় দুই মাসের বেশি সময় বিটা মোডে টেস্টিং চলছিল এই ফিচারটি। অক্টোবর মাসে প্রথম বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপে পিকচার-ইন-পিকচার মোড দেখা গিয়েছিল। সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্টেবেল ভার্সান ২.১৮.৩৮০ ভার্সানে প্লে স্টর থেকে ডাউনলোড করা হোয়াটসঅ্যাপে পিকচার-ইন-পিকচার মোড দেখা গিয়েছে। তবে চেঞ্জেলগে কোন পরিবর্তন করেনি মেসেজিং কোম্পানিটি।

নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা চ্যাটের মধ্যে স্ক্রোল করার সময় ছবি অথবা ভিডিও দেখতে পারবেন। অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক হোয়াটসঅ্যাপে এলে নিজে থেকেই এই ফিচার অ্যাক্টিভেট হয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলে ডিসপ্লের মধ্যেই ছোড় উইন্ডোতে ছবি অথবা ভিডিও ওপেন হয়ে চলতে শুরু করে দেবে। এর ফলে চ্যাট থেকে না বেরিয়েই ভিডিও অথবা ছবি দেখে নেওয়া যাবে।

এছাড়াও সম্প্রতি একাধিক নতুন ফিওচার যোগ হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ডিসেম্বরেই হোয়াটসঅ্যাপে যোগ হবে ডার্ক মোড়, QR কোড স্ক্যান, মাল্টি শেয়ার মোড সহ একাধিক নতুন ফিচার। এছাড়াও বহু দিন ধরেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচারের অপেক্ষায় বসে আছেন গ্রাহকরা। এই ফিচারে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহককে অ্যাপের ভিতর থেকেই পেমেন্ট করা যাবে। UPi পদ্ধতিতে এই ডিজিটাল পেমেন্ট কাজ করবে। এছাড়াও QR কোড স্ক্যান করে নতুন এক ফিচারে সরাসরি হোয়াটসঅ্যাপের ভিতর থেকে নতুন কনট্যাক্ট অ্যাড করার ফিচার লঞ্চ করতে চলেছে মার্কিং মেসেজিং কোম্পানিটি।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp is reported to introduce a host of new features.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X