ভারতে এলো নতুন হোয়াটসঅ্যাপ

|

অ্যাপ রিলিজের দুদিনের মধ্যেই ভারতের বাজারে চলে এলো হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপ। 'হোয়াটসঅ্যাপ বিজনেস' একটি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ছোট ব্যাবসায়ীরা সরাসরি গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারবেন। গত সপ্টেম্বরে এই অ্যাপের বেটা ভার্সান লঞ্চ হয়েছিল। তখন BookMyShow, Netflix, MakeMyTrip এর মতো কোম্পানিগুলি এই কোম্পানিগুলি এই অ্যাপ ব্যাবহার করা শুরু করে। শুরুর দিকে এই অ্যাপ শুধুমাত্র ইন্দোনেশিয়া, ইটালি, মেক্সিকো ইংল্যান্ড আর আমেরিকায় ব্যাবহার করা যাচ্ছিল।

ভারতে এলো নতুন হোয়াটসঅ্যাপ

এই অ্যাপ রিলিজের আগে ভারত ও ব্রাজিলের বাজারে টেস্ট করা হয়। তবে এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপের ফুল ভার্সান। খুব শিঘ্রই iOS এর গ্রাহকরাও এই অ্যাপ ব্যাবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সব ধরনের ব্যাবসায়ীদের কথা মাথায় রেখে নতুন এই অ্যাপ বানিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ১.৩ বিলিয়ান। এই অ্যাপের মাধ্যমে ছোট বড় যে কোন ব্যাবসায়ী পৌঁছে যেতে পারবেন এই ১.৩ বিলিয়ান গ্রাহকের কাছে। এই অ্যাপের মাধ্যমে ব্যাবসায়ীরা তাদের নিজেদের ব্যাবসার বিস্তারিত বিবরন দিয়ে প্রোফাইল খুলতে পারবেন।

এছাড়াও হোয়াটসঅ্যাপ বিজনেস -এ থাকবে স্মার্ট মেসেজিং টুল। এই টুল ব্যাবহার করে খুব দ্রুত গ্রাহকদের মেসেজের রিপ্লাই দিতে পারবেন ব্যাবসায়ীরা। এছাড়াও এই অ্যাপ থেকে জন্মদিন বা নতুন বছরের শুভেচ্ছা পাঠাতে পারবেন গ্রাহকদের।

৮ টি গুরুত্বপুর্ণ অ্যানড্রয়েড সেটিংস৮ টি গুরুত্বপুর্ণ অ্যানড্রয়েড সেটিংস

এছাড়াও এছাড়াও হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ ওয়েবে সাপোর্ট করবে। ফলে কম্পিউটার থেকেই এই কাজ সারতে পারবেন ব্যাবসায়ীরা। এই ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যাবসায়ীরা নিজেদের প্রোফাইলের প্রাইভেসি সেট করতে পারবেন। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে করা যাবে ভয়েস ও ভিডিও কল। সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশান।

এছাড়াও সঠিক ব্যাবসায়ীরা নিজেদের নামের পাসে পেয়ে যাবেন সবুজ টিক। এই ব্যাচের অর্থ এই প্রোফাইলটি কোম্পানির অরিজিনাল বিজনেস প্রোফাইল।

Best Mobiles in India

Read more about:
English summary
The WhatsApp Business app is now available for download in Google Play Store for free in India. It is compatible with any device running on Android 4.0.3 and higher.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X