এগিয়ে আসছে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড লঞ্চ, এক নজরে সব তথ্য

By Gizbot Bureau
|

সম্প্রতি বিটা ভার্সানে ডার্ক মোড পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড ও আইওএস বিটা ভার্সানের গ্রাহকরা ইতিমধ্যেই এই ফিচার ব্যবহার শুরু করেছেন। যদিও স্টেবল ভার্সানে এখনও এই ফিচার পৌঁছায়নি। শীঘ্রই স্টেবল ভার্সানে এই ফিচার পৌঁছে যাবে।

 
এগিয়ে আসছে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড লঞ্চ, এক নজরে সব তথ্য

২০১৮ সালে প্রথম হোয়াটসঅ্যাপে ডার্ক মোডে খবর সামনে এসেছিল। এই ফিচারে ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তন আসবে। সম্প্রতি ফেব্রুয়ারির শুরুতে অ্যানড্রয়েড ও আইওএস বিটা ভার্সানে ডার্ক মোড পৌঁছায়। এবার স্টেবল ভার্সানে এই ফিচার আসতে চলেছে।

শুরুতে ডার্ক মোডে চ্যাটের সময় কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার হচ্ছিল। সাম্প্রতিকতম আপডেটে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে চ্যাট-স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে একাধিক নতুন রঙ দেখা গিয়েছে। কালো রঙ ছাড়াও এবার হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের চ্যাট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে ছয়টি গাঢ় রঙ ব্যবহার করা যাবে।

 

কালো রঙের মতো ওলেড ডিসপ্লেতে ব্যাটারি না বাঁচালেও নতুন এই ছয়টি রঙ ব্যবহার করলে কম আলোতে চোখে আরাম মিলবে।

অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার কথা চলছে। প্রায় বছর খানেক আগে বিটা ভার্সানে এই ফিচার যোগ হলেও এখনও এখনও স্টেবল ভার্সানে ডার্ক মোড আসেনি। তবে নিয়মিত বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে নতুন ফিচার যোগ হচ্ছে। ডার্ক মোড ছাড়াও সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।

প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামে যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ইন্সটল করা যাবে। অথবা এপিকেমিররের মতো থার্ড পার্টি স্টোর থেকে এপিকে ফাইল ডাউনলোড করে অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ডার্ক মোড এনেবল করবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

সেটিংস এ যান।

চ্যাট সিলেক্ট করলে 'থিমস’ বিভাগ দেখতে পারেন।

এখানে ডার্ক মোড ব্যবহার করা যাবে।

অটোমেটিক মোডে সিস্টেম সেটিং থেকে এই মোড বদল হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Dark Mode For Stable Android, iOS Coming Soon: Details.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X