অ্যানড্রয়েড, আইফোন, জিওফোন ও ওয়েব থেকে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সার্ভিস ব্যবহার করবেন কীভা

By Gizbot Bureau
|

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড, আইওএস, জিওফোন ও হোয়াটসঅ্যাপ ওয়েব গ্রাহকরা এই ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময় পরে যে কোন মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার অন থাকলে মেসেজ পাঠানোর সাত দিন পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ব্যক্তিগত চ্যাট ও গ্রুপ চ্যাটে এই ফিচার ব্যবহার করা সম্ভব। ব্যক্তিগত চ্যাটে গ্রাহক নিজেই এই ফিচার অন করতে পারবেন, যদিও গ্রুপ চ্যাটে অ্যাডমিনকে এই ফিচার এনেবেল করতে হবে। ইতিমধ্যেই সব গ্রাহকের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

অ্যানড্রয়েড, আইফোন, জিওফোন ও ওয়েব থেকে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং

অ্যানড্রয়েড, আইওএস, জিওফোন ও হোয়াটসঅ্যাপ ওয়েবে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ এনেবেল করবেন কীভাবে?

স্টেপ ১। হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার যে কোন একটি চ্যাট উইন্ডো ওপেন করুন।

স্টেপ ২। এবার যে ব্যক্তির সঙ্গে চ্যাটে এই ফিচার এনেবেল করতে চান সেই ব্যক্তির চ্যাট ওপেন করুন। এর পরে ডিসপ্লের উপরে সেই ব্যক্তির নামের উপরে ট্যাপ করুন।

স্টেপ ৩। এবার 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশন এনেবেল করে দিন।

স্টেপ ৪। কন্টিনিউ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এখানে টার্ন অন অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৬। এবার হোয়াটসঅ্যাপ চ্যাটে ফিরে গেলে ছবির উপরে একটি নতুন লোগো দেখতে পাবেন।

একই উপায়ে যে কোন ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ টার্ন অফ করা যাবে।

জিওফোনে এই ফিচার এনেবেল করবেন কীভাবে?

স্টেপ ১। যে কোন হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করুন।

স্টেপ ২। অপশন -> ভিউ কনটাক্ট -> ওকে সিলেক্ট করুন।

স্টেপ ৩। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সিলেক্ট করে এডিট অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৪। এর পরে নেক্সট সিলেক্ট করুন।

স্টেপ ৫। এবার 'অন' সিলেক্ট করে ওকে প্রেস করুন।

স্টেপ ৬। বন্ধ করতে টার্ন অফ অপশন সিলেক্ট করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp Disappearing Messages: Here's How To Use On Android Devices, iPhone, JioPhone And Web

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X