ফের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, এবার ডেক্সটপ গ্রাহকদের জন্য

By Gizbot Bureau
|

বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শুধুমাত্র ভারতে প্রতি মাসে প্রায় ৪০ কোটি গ্রাহক এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এবার কম্পিউটার গ্রাহকদের জন্য চ্যাটে নতুন ফুটার আনছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে মেটার এই মেসেজিং অ্যাপে নতুন এই ফুটারের মাধ্যমে জানানো হবে আপনি যে মেসেজ পাঠালেন তা এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। সম্প্রতি হোয়াটসঅ্যাপ এর ডেক্সটপ অ্যাপে এই ফুটারের ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা হোয়াটসঅ্যাপ চ্যাটে এই ফুটার দেখতে পান।

ফের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, এবার ডেক্সটপ গ্রাহকদের জন্য

রিপোর্টে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গিয়েছে চ্যাটের শেষে এই ফুটার থাকবে। সেখানে লেখা থাকবে এই মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। তবে এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে থাকার কারণে গ্রাহকের কাছে এখনও নতুন এই ফিচার পৌঁছায়নি। প্রসঙ্গত হোয়াটসঅ্যাপের সব চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। এর ফলে যে ব্যক্তি মেসেজ পাঠিয়েছেন আর যাকে সেই মেসেজ পাঠানো হয়েছে এই দুই ব্যক্তি ছাড়া তৃতীয় কোন ব্যক্তি কোন চ্যাট পড়তে পারেন না। একটি বিশেষ এনক্রিপশন কি এর মাধ্যমে এই চ্যাট সুরক্ষিত থাকে। ফলে হোয়াটসঅ্যাপও চাইলে প্ল্যাটফর্মের কোন চ্যাট পড়তে পারেন না।

এদিকে সাম্প্রতিক বিটা আপডেটে ফের ডার্ক থিম নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। আগে মোবাইল গ্রাহকদের জন্য এই ফিচার এলেও এবার ডেক্সটপ ক্লায়েন্টে এই ফিচার যুক্ত হচ্ছে। জানা গিয়েছে উইন্ডোজের ডিফল্ট থিক ডার্ক সিলেক্ট করা থাকলে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ ক্লায়েন্টের থিম নিজে থেকেই ডার্ক হয়ে যাবে। এছাড়াও চাইলে সেটিংস থেকে এই কাজ করা যাবে। তবে সেই ক্ষেত্রে অ্যাপ রিস্টার্ট করার পরেই নতুন থিক প্রযোজ্য হবে। এছাড়াও অ্যাপে সবুজ টিন্ট কালার ব্যবহার হয়েছে। এছাড়াও আপডেটের পরে চ্যাট বাবলে সামান্য পরিবর্তন দেখতে পাবেন গ্রাহকরা।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp For PC: New Indicator Feature Coming To Your Chats Soon

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X