Just In
ডেক্সটপ থেকেই ভয়েস ও ভিডিও কলের সুবিধা নিয়ে এল হোয়াটসঅ্যাপ
নিয়মিত নতুন ফিচার নিয়ে গ্রাহকের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি প্রাইভেসি পলিসি আপডেট করে গ্রাহকের রোষের মুখে পরেছিল এই মেসেজিং কোম্পানিটি। এবার এক দুর্দান্ত ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এতদিন শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যেত। এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপেও পৌঁছল সেই ফিচার। এর ফলে এবার যে কোন উইন্ডোজ অথবা ম্যাক কম্পিউটার থেকে সহজেই সুরক্ষিত ভয়েস ও ভিডিও কল করা যাবে।

সম্প্রতি ট্যুইটারে কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবার ডেস্কটপ অ্যাপ থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ ভয়েস ও ভিডিও কল করা যাবে। এর ফলে ভয়েস ও ভিডিও কল করার জন্য মোবাইল ডিভাইস সঙ্গে রাখার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
যদিও হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপে এই ফিচার এলেও এখনও হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ভয়েস ও ভিডিও কল করা যাচ্ছে না। এই জন্য আপনাকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপ ডাউনলোড করতে হবে।
এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপ ব্যবহার করে একসঙ্গে এক জনের সঙ্গে ভয়েস কল করা যাবে। যদিও শীঘ্রই কম্পিউটার থেকেও গ্রুপ ভয়েস ও ভিডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা।
সম্প্রতি অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য মিউট ভিডিও ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। এর ফলে যে কোন ভিডিও সেন্ড করার আগে সেই ভিডিওর অডিও মিউট করে সেন্ড করা যাবে। স্ট্যাটাসেও অডিও ছাড়া এই ভিডিওগুলি পোস্ট করা যাচ্ছে। অডিও ছাড়া শুধুমাত্র ভিডিও শেয়ার করার ইচ্ছা থাকলে এই ফিচার কাজে লাগবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470