হোয়াটসঅ্যাপ চ্যাট আরও অকর্ষনীয় করতে আসছে স্টিকার

|

বহুদিন ধরেই চলছিন প্রতীক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতাকে আরও আকর্ষনীয় করার জন্য সদাই ব্যস্ত। নিয়মিত নতুন নতুন ফিচার এনে পিছনে ফেলে দিচ্ছে অন্যান্য মেসেজিং অ্যাপকে।

হোয়াটসঅ্যাপ চ্যাট আরও অকর্ষনীয় করতে আসছে স্টিকার

এই সপ্তাহেই অ্যান্ড্রয়েড এবং iOS পাল্টফর্মের জন্য WhatsApp চালু করতে পারে হোয়াটসঅ্যাপ স্টিকার ফিচার ।গত কয়েকমাস ধরে ব্যবহারকারীদের সুবিধার্থে একের পর এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এক রিপোর্ট অনুযায়ী, WhatsApp ব্যাবহারকারীরা শীঘ্রই স্টিকার ফিচার ব্যবহার করতে পারবে। এর ফলে হোয়াটসঅ্যাপ চ্যাট হবে আরো আকর্ষণীয়।

আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে এই ফিচার ব্যবহারব করা যাচ্ছে। পরে স্টেবেল আপডেটে পৌঁছে যাবে স্টিকার ফিচার। শুরুতে হোয়াটসঅ্যাপে থাকবে একটি ডিফল্ট স্টিকার প্যাক। এছাড়াও নতুন বিটা ভার্সানে থাকছে একটি স্টিকার স্টোর। এই স্টোর থেকে আপাতত ১২ টি আলাদা স্টিকার প্যাক ডাউনলড করা যাবে। বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই স্টিকার প্যাক। এছাড়াও অ্যানড্রয়েড প্লে স্টোরে এই স্টিকার প্যাকগুলি দেখা গিয়েছে।

কি এই হোয়াটসঅ্যাপ স্টিকার ফিচার :

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেটের মাধ্যমে এই ফিচারের আনন্দ উপভোগ করতে পারবেন। যদিও iOS ব্যবহারকারীদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আবার ডাউনলোড করতে হবে। এই আপডেটের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা GIF বাটনের মতো স্টিকার ফিচারটি দেখতে পাবে। iOS ব্যবহারকারীদের ক্যামেরা বিকল্পের মতো নতুন স্টিকার আইকন দেওয়া হবে।

এছাড়াও অ্যাপ্লিকেশনটিতে অনেকগুলি নতুন স্টিকারও পাওয়া যাবে যা প্রায় ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের স্টিকারগুলির মতোই।একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, এই আপডেট iOS 7 এর নিচের OS ভার্সনগুলোতে পাওয়া যাবে না।

এর আগে হোয়াটসঅ্যাপ iOS প্লাটফর্মের জন্য অনেক নতুন ফিচার এনেছিল।এই ফিচার গুলো iPhone Xr, iPhone Xs এবং iPhone Xs Max ফোনগুলিতেও কাজ করবে।এই নতুন ফিচারগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অডিও মেসেজ,বাব্বল মেনু উল্লেখযোগ্য।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp has also introduced a Stickers store in the app.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X