শীঘ্রই ভারতবাসীর জন্য স্বাস্থ্য বিমা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

By Gizbot Bureau
|

ভারত তথা বিশ্বের অন্যত জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। বিগত কয়েক বছরে এই মেসেজিং প্ল্যাটফর্মে আমূল পরিবর্তন এসেছে। একের পর এক দুর্দান্ত ফিচারে বিগত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই অ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছিল পেমেন্ট সার্ভিস। এবার ভারতের গ্রাহকদের জন্য স্বাস্থ্য বিমা ও মাইক্রো পেনসনের মতো ফিচার। কয়েক দিন আগে ফেসবুক আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে।

শীঘ্রই ভারতবাসীর জন্য স্বাস্থ্য বিমা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

এসবিআই জেনারেলের সঙ্গে হাত মিলিয়ে ভারতে স্বাস্থ্য বিমা নিয়ে আসার প্রচেষ্টা চলছে। এছাড়াও সিঙ্গাপুরের কোম্পানি পিনবক্স সলিউশন ও এইচডিএফসি পেনসনের সঙ্গে হাত মিলিয়ে আসতে চলেছে মাইক্রো পেনশন প্রোডাক্ট। শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে কোম্পানির ডিজিটাল পেমেন্ট পরিষেবা হোয়াটসঅ্যাপ পে। একই সঙ্গে এই সব প্রোডাক্টগুলি বাজারে আনতে পারে মার্কিন কোম্পানিটি।

জানা গিয়েছে চলতি বছরেই এসবিআই জেনারেলের সঙ্গে হাত মিলিয়ে কম দামে ভারতবাসীর কাছে স্বাস্থ্য বিমা তুলে দিতে চাইছেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে আসবে কোম্পানির মাইক্রো পেনশন পরিষেবা।

শীঘ্রই ভারতের অর্থনৈতিক বাজারে ভাগ বসাতে চাইছে মার্কিন কোম্পানিটি। ইতিমধ্যেই ভারতে ৪০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই খুব সহজেই এই বিপুল পরিমাণ গ্রাহকের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হবে। দেশের সব ধরনের আর্থ-সামাজিক মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই একসঙ্গে একাধিক প্রোডাক্ট নিয়ে সতে চলেছে কোম্পানিটি।

জানা গিয়েছে হোয়াটসঅ্যাপে এক ক্লিকে খুব সহজেই স্বাস্থ্য বিমা কিনতে পারবেন গ্রাহকরা। এই জন্য খুব বেশি খরচ করতে হবে না। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ পে ভারতের ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় এক নতুন বিপ্লব নিয়ে আসবে বলেই ধারনা বিশেষজ্ঞদের।

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp appears to be all geared up to roll out new services and features to give an unparalleled experience for its users. In one such move, the company is planning to start rolling out micro-pension and health insurance offerings for the Indian users. These follow the WhatsApp Pay service in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X