Just In
শীঘ্রই ভারতে আসছে হোয়াটসঅ্যাপ পে, জানালেন মার্ক জাকারবার্গ
অনেক দিন ধরেই ভারতে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই গোটা দেশে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। এবার ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন শীঘ্রই ভারতে হোয়াটসঅ্যাপ পে লঞ্চ হতে পারে।

মার্ক বলেন, “অনেকদিন ধরেই পরীক্ষামুলকভাবে ভারতে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিস শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু গ্রাহক আমাদের পেমেন্ট সার্ভিস ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। ভারতে সব হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য শীঘ্রই পেমেন্ট সার্ভিস লঞ্চের বিষয়ে আমরা আশাবাদী।”
ইউপিআই পদ্ধতিতে ভারতে হোয়াটসঅ্যাপ পে কাজ করবে। একই পদ্ধতিতে কাজ করে গুগল পে, অ্যামাজন পে ফোন পে এর মতো জনপ্রিয় পেমেন্ট কোম্পানিগুলি।
চলতি সপ্তাহে সংবাদের শিরোনামে এসেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি বিভিন্ন সরকারী প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নজরদারি করার খবর সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই সরগরম আন্তর্জাতিক রাজনৈতিক মহল।
এছাড়াও অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য ফিঙ্গারপ্রিন্টের সুরক্ষা যোগ হয়েছে। অ্যানড্রয়েড ফোন সাম্প্রতিকতম আপডেটে এই ফিচার যোগ হয়েছে।
গত মাসে বিটা ভার্সনে নতুন ফিচার নিয়ে এসেছিল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এবার থেকে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। এর ফলে কোন গোপন তথ্য পাঠাতে এই ফিচার ব্যবহার করা যাবে। মেসেজ পাঠানোর নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার পৌঁছেছে। আশা করা হচ্ছে শীঘ্রই স্টেবেল ভার্সনেও পৌঁছে যাবে নতুন ফিচারটি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে এক প্রতারণার মেসেজ ফিরে এসেছে। সেখানে এক মেসেজে গ্রাহকদের বিনামূল্যে এডিডাস জুতো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। পাঠকদের জানানো হচ্ছে যে বিনামূল্যে এডিডাসের জুতো পাওয়া যায় না। প্রতারকদের থেকে দূরে থাকতে এই ধরনের মেসেজ থেকে দূরে থাকুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086