Just In
গোলাপী হোয়াটসঅ্যাপ থেকে সাবধান! গ্রুপ চ্যাটের মাধ্যমে ছড়াচ্ছে ভাইরাস
সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে। মেসেজে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের থিম সবুজ থেকে গোলাপী হয়ে যাবে। এছাড়াও মেসেজের সঙ্গে একটি লিঙ্ক দিয়ে জানানো হয়েছে নতুন গোলাপী হোয়াটসঅ্যাপ ইন্সটল করলে পাওয়া যাবে বিভিন্ন অতিরিক্ত ফিচার। ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই ধরনের লিঙ্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি পিটিআইতে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই লিঙ্কের হোয়াটসঅ্যাপ আপডেটের নামে ছড়ানো হচ্ছে। যদিও এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। রিপোর্টে জানানো হয়েছে অনেক হোয়াটসঅ্যাপ গ্রাহক নিজের অজান্তেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিঙ্ক শেয়ার করেছেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাজশেখর রাজহরি জানিয়েছেন, হোয়াটসঅ্যাপকে গোলাপী করতে গিয়ে বিপদ আসতে পারে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের সতর্ক করে তিনি জানিয়েছেন, 'গোলাপী হোয়াটসঅ্যাপ থেকে দূরে থাকুন। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে একটি ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। যেখানে একটি এপিকে ডাউনলোড লিংক শেয়ার করা হচ্ছে। এমন কোনও লিঙ্কে ক্লিক করবেন না, যাতে 'হোয়াটসঅ্যাপ পিংক’ লেখা থাকছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণ আপনার হাত থেকে চলে যাবে।’
যদিও হোয়াটসঅ্যাপের তরফে এমন কোন গোলাপী ভার্সান তৈরিই করা হয়নি। হোয়াটসঅ্যাপও বিষয়টি নিয়ে সতর্ক করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বলা হয়েছে, যদি মেল, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মাধ্যমে এমন সন্দেহজনক কিছু পান, তা ব্যবহার থেকে বিরত থাকুন। শুধু তাই নয় বিষয়টি নিয়ে রিপোর্ট করুন এবং যেখান থেকে এই লিঙ্ক এসেছে প্রয়োজনে তাকে ব্লক করে দিন।
যদিও ইতিমধ্যেই যে সব গ্রাহক ভুল করে এই লিঙ্কে ক্লিক করেছেন তারা কীভাবে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে হোয়াটসঅ্যাপ অথবা সুরক্ষা বিশেষজ্ঞদের তরফ থেকে কিছুই জানানো হয়নি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086