অ্যান্ড্রয়েডের লেটেস্ট বিটা ভার্সান
লেটেস্ট Android beta version 2.18.39 তে আপাতত এই গ্রুপ ভিডিও কলিং সাপোর্ট করবে। শুরুতেই তিনজনকে ভিডিও কলে অ্যাড করা যাবে। পরে আরও একজনকে সঙ্গে নেওয়া যাবে।
কী করে আরও অনেককে সঙ্গে রাখা যাবে
গ্রুপ ভিডিও কল সাপোর্ট করলে ভিডিও কল করুন। সেখানেই ওপরে ডানদিকের কোনে পাবেন অ্যাড পার্সনের অপশন। আপাতত ভিডিও কলেই এই গ্রুপের বিষয়টি রয়েছে। পরে গ্রুপ ভয়েস কলেও এই ফিচার আসতে পারে।
বাজারে আসবে নতুন iPhone SE
আরও নতুন ফিচার
সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ লঞ্চ হয়েছে। গ্রাহকদের সঙ্গে ছোট ছোট ব্যবসায়ীদের আরও বেশি যোগাযোগের ভাল মাধ্যম। এছাড়াও মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্মের কথাও ভাবা হচ্ছে সেখানে। নাম দেওয়া হচ্ছে WhatsApp Pay. পরের মাসেই আসতে পারে এই নতুন ফিচার। এছাড়াও আরও একগুচ্ছ নতুন ফিচার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে। আর সেই সব আপডেট পেতে সঙ্গে রাখুন গিজবোটকে।