হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা সহজ করে দিল গুগল

By Gizbot Bureau
|

গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মেসেজিং সার্ভিসে কন্ঠসরের মাধ্যমে মেসেজ পাঠানো যায়। তবে এতদিন গুগল অ্যাসিস্ট্যান্টকে ভিডিও কল করার নির্দেশ দিলে গুগল এর নিজস্ব ভিডিও কল সার্ভিস গুগল ডুয়ো ব্যবহার করে ভিডিও কল করত এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভস। অডিও কল করার নির্দেশ দিলে ফোন ব্যবহার করে কল করত গুগল অ্যাসিস্ট্যান্ট। এবার গুগল অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিয়ে হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা যাবে।

হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা সহজ করে দিল গুগল

ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট এনেবেল করে 'হোয়াটসঅ্যাপ ভিডিও (নাম)’ নির্দেশ দিইয়ে যে কোন ব্যাক্তিকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা যাবে। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই কথা জানিয়েছেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার ক্রিস টার্কস্ত্রা।

আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ডিভাইসে এই নির্দেশ কাজ করবে। গুগল জানিয়েছে এখনই আইফোনে গুগল অ্যাসিস্ট্যন্টের নতুন এই ফিচার কাজ করবে না। তাই এবার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করার সময় আর ফোনে হাত হিতে হবে না। কন্ঠস্বর ব্যবহার করেই এই কাজ করা যাবে। তবে আইফোন গ্রাহকরা এই ফিচার ব্যবহার থেকে বঞ্চিত থাকবেন।

২০১৬ সালে প্রথম সামনে এসেছিল গুগল এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট। গত তিন বছরে এই অ্যাসিস্ট্যান্টে অসংখ্য ফিচার যোগ হয়েছে। ইতিমধ্যেই স্মার্ট হোম অটোমেশন সহ গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে স্মার্টফোনের অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। এবার গুগল অ্যাসিস্ট্যান্টে নতুন ফিচার আরও শক্তিশালী করে তুলবে এই অ্যাপকে।

সম্প্রতি মুদিখানা কেনাকাটায় গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার ফিচার যোগ হয়েছিল। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে মুদিখানার চাহিদা জানিয়ে দিলে সে নিজে থেকেই অর্ডার প্লেস করে দেবে। মার্কিন দুনিয়ায় ওয়ালমার্টের সাথে হাত মিলিয়ে এই পরিষেবা নিয়ে এসেছে গুগল। “হেই গুগল, টক টু ওয়ালমার্ট” ভয়েস কমান্ডের পরে আপনার যা যা লাগবে তা মুখে বলে যেতে হবে। গুগল অ্যাসিস্ট্যান্ট সরাসরি এই প্রোডাক্টগুলি আপনার ওয়ালমার্ট কার্টে অ্যাড করে দেবে। ওয়ালমার্টের মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে যে প্রোডাক্টের নাম মুখে বলেছে সেটাই কার্টে যোগ হওয়ার প্রযুক্তি নিয়ে এসেছে গুগল।

অ্যানড্রয়েড, আইফোন স্মার্ট ডিসপ্লে, স্মার্ট স্পিকার ও স্মার্ট ওয়াচ সহ একশো কোটির বেশি ডিভাইসে রোজ গুগল অ্যাসিস্ট্যান্ট চলে। খুব কম ভয়েস অ্যাসিস্ট্যান্ট ভারতীয়দের বলা ইংরাজী কথা সঠিকভাবে বুঝতে পারে। গুগল অ্যাসিস্ট্যান্ট তাদের মধ্যে অন্যতম।

Best Mobiles in India

English summary
WhatsApp Video And Audio Calls Made Easy By Google

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X