Just In
কম্পিউটার থেকেও হবে ভয়েস ও ভিডিও কল, নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
ভারত সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। চ্যাট ছাড়াও হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল ফিচারে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখা যায়। তবে এতদিন শুধুমাত্র আইওএস ও অ্যানড্রয়েড মোবাইল থেকেই হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল করা যেত। এবার সেই দিন শেষ হতে চলেছে। শীঘ্রই নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মার্কিন মেসেজিং কোম্পানিটি। এর পরেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটার ও অন্যান্য ব্রাউজিং ডিভাইস থেকে ভয়েস ও ভিডিও কল করা যাবে।

এখনও নতুন ফিচার সাধারণ গ্রাহকদের জন্য সামনে আসেনি। যদিও হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩.৭ এ এই ফিচার দেখা গিয়েছে। আপাতত শুধুমাত্র বিটা টেস্টাররা হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ভিডিও ও অডিও কল করতে পারবেন। সম্প্রতি ডব্লিউএবিটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপ ওয়েবের নতুন ফিচার
রিপোর্টে জানানো হয়েছে নতুন ফিচারে ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে যে কোন ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করা যাবে। ইনকামিং কলে পপ আপ নোটিফিকেশন ভেসে উঠবে। সেখানেই কল গ্রহণ অথবা কেটে দেওয়ার অপশন থাকবে। আউটগোইং কলে ভেসে উঠবে একটি পৃথক স্ক্রিন। সেখানে কল শেষ করা ও মাইক্রোফোন মিউট করার বাটন দেখা যাবে।
জানা গিয়েছে এখন পরীক্ষামূলক ভাবে এই ফিচার নির্বাচিত গ্রাহকের কাছে পৌঁছবে। নতুন ফিচারে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
এতদিন শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যেত। নতুন ফিচারে কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে মেসেজ পাঠানোর সঙ্গেই ভয়েস ও ভিডিও কল করা যাবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই মুহূর্তে অনেকেই বাড়ি থেকে ল্যাপটপের মাধ্যমে কাজ করছেন। নতুন এই ফিচার সব গ্রাহকের কাছে পৌঁছলে সেই সব মানুষ উপকৃত হবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470