এবার Android ও iPhone এ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

By GizBot Bureau
|

ইন্সট্যান্ট মেসেজিং এর বাজারে অন্যতম জনপ্রিয় নাম হোয়াটসঅ্যাপ এটি বিশ্বের এক নম্বর মেসেজিং অ্যাপ। মেসেজিং থেকে বন্ধুদের ছবি বা হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা সব রকম কাজই করে থাকি। এখন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অং এই মেসেজিং অ্যাপ। বিশ্বে বেশিরভাগ দেশেই খুব জনপ্রিয় এই অ্যাপটিও। তবে শুধুমাত্র মেসেজিং এই সীমাবদ্ধ নেই হোয়াটসঅ্যাপ। এখন ছবি দিডিও, লোকেশান শেয়ার, ভয়ে ও ভিডিও কলিনহ এমনকি হোয়াটসঅ্যাপ টাকাও পাঠানো যাচ্ছে।

এবার Android ও iPhone এ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছিল ফেসবুক। তখন তখন সিম্বিয়ান ওএস, ব্ল্যাকবেরী ওএস সহ অনেক প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করত। কিন্তু এই অপারেটিং সিস্টেমগুলি পুরোন হওয়ার জন্য নতুন ফিচার এই অপারেটিং সিস্টেমে কাজ করে না।

আর তাই এই পুরোন ফোনে এবার সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। আর এই অপারেটিং সিস্টেমগুলি হল,

১. Android 2.3.3 Gingerbread

২. Windows Phone 8.0

৩. iPhone 3GS/iOS 6

৪. Nokia Symbian S60

৫. BlackBerry OS and BlackBerry 10

কবে থেকে এই ডিভাইসে সার্ভিস বন্ধ হবে তা ইতিমধ্যেই জানানো হয়েছে। সাপোর্ট বন্ধ হয়ে গেলে এই অপারেটিং সিস্টেমগুলিতে আর নতুন করে কোন অ্যাকাউন্ট খোলা যাবে না। যদিও সাধারন মেসেজিং ফিচার গ্রাহকরা ব্যাবহার করতে পারবেন। তবে অন্যান্য একাধিক ফিচার বন্ধ হয়ে যাবে। আর নীচের অপারেটিং সিস্টেমে ডেভেলপমেটের কাজ বন্ধ করে দেওয়ার কারনে ফিচারগুলি বন্ধ হবে।

১. Android 2.3.3 Gingerbread

২. Windows Phone 8.0

৩. iOS 7

আপনি যদি এই তিন প্ল্যাটফর্মের ডিভাইস ব্যাবহার করেন তাহলে আমরা আপনার ফোন বদল করার পরামর্শ দেব। না হলে হোয়াটসঅ্যাপ এর একাধিক নতুন ফিচার থেকে আপনি বঞ্চিত থেকে যাবেন।

এবার অফিস যাওয়ার পথ আরও মসৃণ করে দেবে গুগলএবার অফিস যাওয়ার পথ আরও মসৃণ করে দেবে গুগল

Best Mobiles in India

Read more about:
English summary
WhatsApp will no more support older phones and Operating systems. WhatsApp has also issued a definitive deadline about when it will stop the support completely.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X