WhatsApp-এ মেসেজ ফরওয়ার্ড করার আগে সাবধান! জেনে নিন কেন?

By GizBot Bureau
|

আবারও WhatsApp-এ নতুন একটি ফিচার যোগ হল। বিশ্বব্যাপী WhatsApp রা এই ফিচার ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারে কোনটি ফরওয়ার্ড করা মেসেজে তা জানিয়ে দেবে WhatsApp। এর ফলে গ্রাহকরা সহজেই বুঝে নিতে পারবেন কোন মেজেজগুলি ফরওয়ার্ড করা হয়েছে। ফরওয়ার্ড করা মেসেজের উপরে 'Forworded’ কথাটি লিখে দেওয়া হবে।

WhatsApp-এ মেসেজ ফরওয়ার্ড করার আগে সাবধান! জেনে নিন কেন?

“আজ থেকে যে মেসেজগুলি আপনাকে ফরওয়ার্ড করা হবে তা WhatsApp আপনাকে জানিয়ে দেবে। এর ফলে চ্যাটে এক ঝলকে বুঝে নিতে পারবেন কোন মেসেজগুলি ফরওয়ার্ড করা হয়েছে।” এক বিবৃতিতে জানিয়েছে WhatsApp।

এই ফিচার ব্যবহারের জন্য WhatsApp এর লেটেস্ট ভার্সান ব্যবহার করতে হবে। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নিজের ডিভাইসের WhatsApp আপডেট করে নিতে পারবেন। গত কয়েক সপ্তাহ ধরেই WhatsApp এর বিটা ভার্সানে এই ফিচার ব্যবহার করা যাচ্ছিল। এবার স্টেবেল রিলিজেও এই ফিচার যোগ হল।

সম্প্রতি ভারতে WhatsApp এর মাধ্যমে একাধিক ভুল খবর রটানোর অভিযোগ উঠেছে। সেই সময়ে নতুন এই ফিচার নিঃসন্দেহে ভুল খবঅর রটানো বন্ধ করতে সাহায্য করবে।

এর সাথেই ফরওয়ার্ড করা সেমেজে একবার ট্যাপ করেই গ্রাহকরা সেই মেসেজটি স্প্যাম রিপোর্ট করতে পারবেন। একই সাথে গ্রাহক সেই ব্যাক্তিকে ব্লক করে দিতে পারবেন। এর ফলে এবার মেসেজ ফরওয়ার্ড করার আগে সাবধাণতা অবলম্বন করা জরুরি।

সম্প্রতি ভারতের তথ্য প্রযুক্তি দপ্তর WhatsApp কে ভুল মেসেজ ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। WhatsApp এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো মেসেজ ছড়িয়ে একাধিকবার গন্ডোগোলের সূত্রপাত হয়েছিল। এর সাথেই যে ব্যাক্তি ভুয়ো মেসেজ ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তথ্য প্রযুক্তি দপ্তর।

WhatsApp Web ব্যবহারের সাতটি সহজ টোটকাWhatsApp Web ব্যবহারের সাতটি সহজ টোটকা

ভারতে এই মূহুর্তে ২০ কোটি WhatsApp গ্রাহক রয়েছেন। এই বিশাল বাজারের সাথে কোন ভাবেই আপোশ করতে রাজিন নন তারা। তাই জলদি এই ফিচার লঞ্চ করা হল।

Best Mobiles in India

Read more about:
English summary
The messages that have been simply forwarded will now come with an indicator making it clear for the reader.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X