হোয়াটসঅ্যাপ গ্রুপের এই নিয়মে আসছে বড় পরিবর্তন

|

এখন যে কোন গ্রুপের অ্যাডমিন চাইলে যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রাহককে গ্রুপে যোগ করতে পারেন। এই কাজের জন্য গ্রাহকের সম্মতির প্রয়োজন হয় না। যা অনেক সময় গ্রাহকের বিরক্তির কারণ হয়ে ওঠে। নিজের অজান্তেই একাধিক অপ্রয়োজনীয় গ্রুপে যোগ হয়ে যান অনেকেই। সেই সব গ্রুপের অপ্রয়োজনীয় ম্যাসেজ অকারনে ফোনের নোটিফিকেশন ঘন্টা বাজাতে থাকে। এবার এই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে।

 
হোয়াটসঅ্যাপ গ্রুপের এই নিয়মে আসছে বড় পরিবর্তন

বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে সম্প্রতি নতুন এক ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। এই ফিচারে যেকোনো গ্রাহক কে কোন গ্রুপে যোগ করার আগে গ্রাহকের সম্মতি বাধ্যতামূলক। শুরুতে আইওএস প্লাটফর্মে এই ফিচার যোগ হতে চলেছে। WaBetaInfo রাইট এ রিপোর্ট প্রকাশিত হয়েছে।

 

এই রিপোর্টে জানানো হয়েছে কোন গ্রাহক কে গ্রুপে এড করতে হলে অ্যাডমিন একটি আমন্ত্রণ পাঠাবেন। ৭২ ঘন্টা পর্যন্ত এই আমন্ত্রণ বৈধ থাকবে। সেই সময়ের মধ্যে গ্রাহক আমন্ত্রণ স্বীকার করলে গ্রুপের সদস্য হবেন। গ্রাহক চাইলে এই আমন্ত্রণ অস্বীকার করতে পারবেন।

সম্প্রতি অন্য এক রিপোর্টে জানা গিয়েছে এবার স্ট্যাটাসে নতুন অ্যালবাম নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতদিন যে স্ট্যাটাস আগে পোস্ট হয়েছে সেটি আগে দেখা তো মেসেজিং কোম্পানি। নতুন অ্যালগরিদম চালু হলে কোন স্ট্যাটাস আগে অথবা পরে দেখানো হবে তা হোয়াটসঅ্যাপ ঠিক করবে। ইতিমধ্যেই ব্রাজিল, স্পেন ও ভারতের কিছু গ্রাহকের উপর পরীক্ষা মূলক ভাবে এই ফিচার চালু হয়েছে।

যেসব গ্রাহক নিয়মিত স্ট্যাটাস পোস্ট করেন এই অ্যালগোরিদমে ট্রাভেল স্ট্যাটাস উপরে দেখানোর সম্ভাবনা বেশি। এছাড়াও আপনি যে ব্যক্তির সাথে বেশি চ্যাট করেন তাদের স্ট্যাটাস উপরে লেখা যাবে। আপাতত শুধুমাত্র আইওএস প্লাটফর্মে এই ফিচার শুরু হয়েছে।

Best Mobiles in India

English summary
WhatsApp is reportedly working on a feature that would soon require admins to ask permission from users before adding them to a group.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X