সাতটি ক্যামেরা সহ জানুয়ারিতে বাজারে আসছে নতুন নোকিয়া ফোন

|

জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে Nokia 9 Pureview। এই ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই ফোনের পিছনে বৃত্তাকারে পাঁচটি ক্যামেরা ও একটি LED ফ্ল্যাশ দেখা গিয়েছে। তবে পিছনে পাঁচটি ক্যামেরার সাথেই এই ফোনের সামনে থাকছে আরও দুটি ক্যামেরা। এক নজরে এই ফোনের সমপর্কে অজানাতথ্যগুলি দেখে নেওয়া যাক।

 
সাতটি ক্যামেরা সহ জানুয়ারিতে বাজারে আসছে নতুন নোকিয়া ফোন

পাঁচটি রিয়ার ক্যামেরা

Nokia 9 Pureview ফোনের পিছনে থাকছে পাঁচটি রিয়ার ক্যামেরা। এর আগে একটি স্যামসাং ফোনে চারটি রিয়ার ক্যামেরা দেখা গেলেও কোন স্মার্টফোনে পাঁচটি ক্যামেরা দেখা যায়নি। ফোনের পিছনে বৃত্তাকারে এই ক্যামেরাগুলি থাকছে। সাথে রয়েছে একটি LED ফ্ল্যাশ।

 

ডুয়াল ফ্রন্ট ক্যামেরা

পাঁচটি রিয়ার ক্যামেরার সাথেই Nokia 9 Pureview ফোনের সামনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। তবে এই ফোনের ফেস রিকগনিশান ফিচার নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

ফ্ল্যাগশিপ প্রসেসার

আগে একাধিক রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 Pureview ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। তবে সম্প্রতি স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট লঞ্চ করেছে কোয়ালকম। নতুন নোকিয়া ফোনে লেটেস্ট চিপসেট ব্যবহার হতে পারে।

অ্যানড্রয়েড ওয়ান

গত কয়েক বছর কোম্পানির প্রায় সব স্মার্টফোন অ্যানড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছে। এর ফলে নোকিয়া ফোনের অ্যানড্রয়েড ডেভেলপমেন্টের দায়িত্বে থাকে গুগল। তাই এই ফোনগুলিতে জলদি আপডেট পৌঁছে যায়। সম্প্রতি প্রকাশিত ছবিতে Nokia 9 Pureview ফোনের পিছনে 'Android One’ লেখা দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোনের অ্যানড্রয়েড ডেভেলপমেন্ট করবে গুগল। চলবে স্টক অ্যানড্রয়েড।

হার্ডওয়্যার

এই ফোনে থাকতে পারে কোম্পানির HDR10 ডিসপ্লে। সাথে থাকতে পারে 8GB RAM আর 128GB স্টোরেজ। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে জানুয়ারি মাসে বাজারে আসবে Nokia 9 Pureview।

Best Mobiles in India

Read more about:
English summary
HMD is expected to launch its first ever smartphone with five rear cameras this year.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X