শিঘ্রই আসছে অ্যানড্রয়েডের বিকল্প, দেখে নিন

|

ঘরে বাইরে বেশ চাপের মুখে চিনের টেক জায়েন্ট হুওয়াওয়েই। সম্প্রতি কানাডায় কোম্পানির প্রধান গ্রাপ্তার হয়েছিলেন। এর পরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছিল। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে হুওয়াওয়েই প্রোডাক্ট। কিন্তু এখানেই বিতর্ক থাকছে না।

শিঘ্রই আসছে অ্যানড্রয়েডের বিকল্প, দেখে নিন

হুওয়াওয়েই স্মার্টফোনে ব্যবহার হয় গুগলের তৈরী অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। অন্যদিকে কোম্পানির কম্পিউটার ও ল্যাপটপে মাইক্রোসফটের তৈরী উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। গুগল ও মাইক্রোসফট এই দুটিই মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। অনেকেই মনে করছেন হুওয়াওয়েই কে সার্ভিস দেওয়া বন্ধ করার নির্দেশ গুগল ও মাইক্রোসফট দপ্তরে পৌঁছাতে পারে পেন্টাগন থেকে। মার্কিন সরকারের নির্দের অমান্য করতে পারবে না এই দুটি কোম্পানি। সেই ক্ষেত্রে হুওয়াওয়েই স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবসা মুখ থুবড়ে পরতে পারে।

বিকল্প পরিকল্পনা তৈরী করেছে রেখেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্পানির এক উচ্চপদস্থ জানিয়েছেন ইতিমধ্যেই নিজেদের মোবাইল অপারেটিং সিস্টেম বানিয়ে ফেলেছে হুওয়াওয়েই। ২০১২ সাল থেকে এই অপারেটিং সিস্টেম বানানোর কাজ করছিল হুওয়াওয়েই। যদি হঠাৎ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম বন্ধ করতে বাধ্য হয় কোম্পানি সেই ক্ষেত্রে নিজেদের অপারেটিং সিস্টেম ব্যবহার হবে স্মার্টফোনে। হুওয়াওয়েই এক্সিকিউটিভ রিচার্ড ইউ জানিয়েছেন যে কোনও ধরনের পরিস্থিতির জন্য তৈরী কোম্পানি। এই মুহুর্তে হুওয়াওয়েই ও সা ব্র্যান্ড অনর এর সব ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব EMUI স্কিন চলে।

গত বছর মে মাসে প্রথম এই মোবাইল অপারেটিং সিস্টেমের খবর সামনে এসেছিল। গত দুই বছর খুব কম স্মার্টফোন কোম্পানির বিক্রি বেড়েছে। তার মধ্যেই অন্যতর হুওয়াওয়েই। তাই হুওয়াওয়েই ফোনে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার হলে নিঃসন্দেহে বেকায়দায় পরতে পারে গুগল।

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei has been working on its own operating system since past seven years.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X