ওয়্যারলেস চার্জিং সহ নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল শাওমি

By Gizbot Bureau
|

কয়েক মাস আগেই ২০ ওয়াট ওয়্যারলেস চার্জার, ১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক আর ২০ ওয়াট ওত্তারলেস কার চার্জার লঞ্চ করেছিল শাওমি। এখানেই থেমে না থেকে এবার ১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ইউথ এডিশন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করল চিনের কোম্পানিটি। নতুন পাওয়াত্র ব্যাঙ্কে তারের মাধ্যমে দুই দিকে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। অন্যদিকে ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এ থাকছে।

ওয়্যারলেস চার্জিং সহ নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল শাওমি

১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক ইউথ এডিশনে থাকছে পলিকার্বোনেট বডি। এই পাওয়ারব্যাঙ্কের স্ট্যান্ডার্ড এডিশনে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার হয়েছিল। তাই নতুন পাওয়ারব্যাঙ্ক অনেকটা হালকা। মাত্র ১.৮ মিমি চওড়া নতুন পাওয়ারব্যাঙ্কের ওজন ৭৫ গ্রাম।

কত দাম? কোথায় পাওয়া যাবে?

১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার পাওয়ার ব্যাঙ্ক ইউথ এডিশনের দাম ১৪৯ ইউয়ান (প্রায় ১,৫০০ টাকা)। ১২ সেপ্টেম্বর থেকে চিনে এই পাওয়ারব্যাঙ্ক বিক্রি শুরু করবে শাওমি। ভারতে কবে কোম্পানির ওয়্যারলেস পাওয়ারব্যাঙ্ক লঞ্চ হবে জানায়নি বেজিং এর কোম্পানিটি।

১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার পাওয়ার ব্যাঙ্ক ইউথ এডিশন ফিচার

১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার পাওয়ার ব্যাঙ্ক ইউথ এডিশনে কত চার্জ রয়েছে জানার জন্য চারটি এলইডি আলো রয়েছে। শি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রইয়েছে এই পাওয়ারব্যাঙ্কে। স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ, আইফোন এক্স, আইফোন এক্সএস আর আইফোন ১১ সিরিজ এবং মি ৯ এর মতো স্মার্টফোনগুলি এই পাওয়ারব্যাঙ্ক থেকে ওয়্যারলেস চার্জ করা যাবে।

শিঘ্রই ভারতে একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করবে শাওমি। সেই জন্য ১৭ সেপ্টেম্বর স্মার্ট লিভিং ২০২০ ইভেন্ট আয়োজন করেছে কোম্পানি। আগামী সপ্তাহে ভারতে আসছে কোম্পানির মি ব্যান্ড ৪, মি টিভি ৬৫ ইঞ্চি, মি ওয়াটার পি[উরিফায়ার সহ একাধিক প্রোডাক্ট। এই ইভেনয়টেই ভারতে আসতে পারে কোম্পানির নতুন পাওয়ারব্যাঙ্ক। ১৭ সেপ্টেম্বরের স্মার্ট লিভিং ২০২০ ইভেন্ট থেকে সব খবর আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেব আমরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi 10,000mAh Wireless Power Bank Youth Edition Goes Official

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X