Xiaomi-এর নতুন ট্যাবলেটে থাকবে AI ফেস আনলক টেকনোলজি

By GizBot Bureau
|

দিন দুয়েক আগেই নিজেদের নতুন ট্যাবলেট Mi Pad 4 লঞ্চের কথা সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিল শাওমি। একটি পোস্টার লঞ্চ করে চিনের কোম্পানিটি জানিয়েছিল আগা ২৫ জুন এই ট্যাবলেট লঞ্চ করা হবে। এই একই ইভেন্টে Redmi 6 Pro ফোনটি লঞ্চের কথাও জানিয়েছিল শাওমি। এবার সোশাল মিডিয়ায় নতুন এক পোস্টে কোম্পানি জানালো Mi Pad 4 এ ফেস আনলক ফিচার থাকবে।

Xiaomi-এর নতুন ট্যাবলেটে  থাকবে  AI ফেস আনলক টেকনোলজি

Weibo রে এক পোস্টে শাওমি জানিয়েছে Mi Pad 4 এ থাকবে AI বেসড ফেসিয়াল রিকগনিশান টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে Mi Pad 4 জলদি আনলক হয়ে যাবে। পোস্টারে ছবি দেখে মনে হচ্ছে Mi Pad 4 এ কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না। একমাত্র ফেস আনলকের মাধ্যমে Mi Pad 4 আনলক করা যাবে বলে মনে করছেন টেক গুরুরা।

AI বেসড ফেস আনলক ফিচারের মাধ্যম ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফেস আনলক ফিচার কাজ করবে। অর্থাৎ এই ডিভাইসে ফেস আনলকের জন্য আলাদা সেন্সার থাকবে না। আর এই খবর সত্যি হলে Mi Pad 4 ফেস আনলক ফিচার সহ কোম্পানির প্রথম ট্যাবলেট হবে। যদিও নতুন এই পোস্টে ফেস আনলক ফিচার ছাড়াও Mi Pad 4 সম্পর্কে অন্য কোন তথ্য জানায়নি শামমি।

আগে পাওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে Mi Pad 4 এ থাকবে ৮ ইঞ্চি Full HD ডিসপ্লে। এর সাথেই Mi Pad 4 এর ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট আর 6000 mAg ব্যাটারি। ছবি তোলার জন্য Mi Pad 4 এ থাকবে একটি 13MP OmniVision সেন্সার। এর সাথেই Mi Pad 4 এর সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। Mi Pad 4 এর ক্যামেরায় পোট্রেট মোড সাপোর্ট থাকতে পাবে।

Android ও iOS এ স্টোরেজ ফাঁকা করার ৬টি সহজ টোটকাAndroid ও iOS এ স্টোরেজ ফাঁকা করার ৬টি সহজ টোটকা

ইন্টারনেটে ফাঁস হওয়া খবর অনুযায়ী Mi Pad 4 এ থাকবে 4GB/ 6GB RAM। এর সাথেই Mi Pad 4 এ থাকবে 64GB/ 128GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে থাকবে WiFi ও LTE। রিপোর্ট সত্যি হলে চিনে 4GB ভেরিয়েন্টের Mi Pad 4 এর দাম হবে ১,৪৯৯ ইউয়ান। আর 6GB ভেরিয়েন্টের Mi Pad 4 এর চিনে ১৯৯৯ ইউয়ান দাম হতে পারে বলে খবর।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi’s latest Weibo post states that the Mi Pad 4 will come with AI-based facial recognition technology that will provide a faster unlocking method.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X