ভারতে লঞ্চ হবে না এই ফোন, পরিষ্কার জানিয়ে দিল Xiaomi

|

আগামিকাল লঞ্চ হবে শাওমির এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ফোন Mi 8। আর সেই লঞ্চকে সফল করতে দিন রাত কাজ করছেন কোম্পানির কর্মীরা। একাধিক প্রোডাক্ট লঞ্চ হবে ৩১ মে এর এই লঞ্চ ইভেন্টে। এর মধ্যে অন্যতম Xiaomi Mi 8, Xiaomi Mi 8 SE, Xiaomi Mi Note 5, আর Xiaomi Mi Band 3 ডিভাইসগুলি। এবার এক রিপোর্টে জানা গেল ভারতে লঞ্চ হবে না Xiaomi A2।

 
ভারতে লঞ্চ হবে না এই ফোন, পরিষ্কার জানিয়ে দিল Xiaomi

Mi A2 এর বিষয়ে প্রশ্ন করা হলে কোম্পানির মুখপাত্র বলেন, “এই নামে কোন ফোনের অস্তিত্ব নেই। তবে শাওমি খুব শিঘ্রই বাজারে নতুন Android One ফোন আনবে।”

 

গত বছর গুগুলের সাথে হাত মিলিয়ে শাওমি লঞ্চ করেছিল Mi A1। এই প্রথম নিজেদের MIUI থেকে বাড়িয়ে স্টক অ্যানড্রয়েড ফোন লঞ্চ করতে দেখা গিয়েছিল চিনের জনপ্রিয় এই কোম্পানিকে। যদিও চিনে এই ফোনের নাম ছিল Mi 5X। আর তাই অনেকেই তা ধরে নিয়েছিলেন চিনে Mi 6X এর নাম Mi A2 হবে ভারতে। আর এই ফোনের চলবে স্টক অ্যানড্রয়েড। তবে এবার কোম্পানির তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কখনই লঞ্চ হবে না Mi A2।

তবে কোম্পানির মুখপাত্র জানিয়েছেন আদুর ভবিষ্যতে একাধিক স্টক অ্যানড্রয়েড ওয়ান ফোন লঞ্চ করবে শাওমি। অর্থাৎ Mi 6X ভারতে লঞ্চ হতে পারে অন্য নামে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ফোনের নাম হতে পারে Mi A1.1 বা Mi A1+।

iPhone X এর এই এই ফিচারগুলি দেখা যাবে Mi 8 এiPhone X এর এই এই ফিচারগুলি দেখা যাবে Mi 8 এ

ভবিষ্যতে কি ফোন লঞ্চ হবে তা জানাতে চান না কোন স্মার্টফোন কোম্পানিই। এর ফলে বাজারে থাকা ফোনের বিক্রিতে ভাঁটা পড়ার সম্ভাবনা থাকে। আর সেই পথে হেঁটেই অ্যানড্রয়েড ওয়ান এর পরবর্তী শাওমি ফোনের নাম গোপন রেখে দিয়েছে কোম্পানির এই মুখপাত্র।

শিঘ্রই ভারতে লঞ্চ হবে কোম্পানির নতুই Redmi S2/Y2 ফোনটি। ভারতে কোম্পানির সেলফি Y সিরিজে লঞ্চ হতে পারে এই ফোন। সেলফি সেন্ট্রিক এই ফোনের নাম হতে পারে Redmi Y2। Realmi 1, Honor 7A ও Honor 7C এর মতো বাজেড় ফোনগুলির সাথে বাজারে টক্কর দেবে শাওমির নতুন এই ফোন।

আর তাই আপনি যদি অ্যানড্রয়েড ওয়ান কিনতে চান তবে অপেক্ষা করতে পারেন শাওমির নতুন লঞ্চের। সম্রতি নোকিয়া নিজেদের দুটি অ্যানড্রয়েড ওয়ান ফোন লঞ্চ করেছে। জুন মাস থেকেই বিক্রি শুরু হবে Nokia 3.1 আর Nokia 5.1 নামের অ্যানড্রয়েড ওয়ান ফোনদুটি। স্টক অ্যান্ড্রয়েডের ফ্যান হলে এই ফোনগুলির সহজ ইন্টারফেস আপনার মন জয় করে নেবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi A2 will not launch in India, confirms Xiaomi spokesperson.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X