দিওয়ালি সেলে শাওমি স্মার্টফোন বিক্রি হল ৪০ লক্ষেরও বেশি!

By Sabyasachi Chakraborty
|

ভারতের বাজার শাওমির ক্ষেত্রে বেশ লাভদায়কই হচ্ছে। শাওমি বেশ হট কেকের মতোই বিকোচ্ছে বাজারে।

দিওয়ালি সেলে শাওমি স্মার্টফোন বিক্রি হল ৪০ লক্ষেরও বেশি!

দিওয়ালির মাসে ৪ লক্ষেরও বেশি শাওমি স্মার্টফোন বিক্রি হয়েছে এ দেশে। শাওমির ম্যানেজিং ডিরেক্টর ও ভিপি মনু কুমার জৈন এই তথ্য দিয়েছেন ট্যুইটার আর ফেসবুকে। Diwali with Mi সেলেই এই মাইলস্টোন ছোঁয়া গিয়েছে। বিশে সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলছিল এই Diwali with Mi। এই সময়ে নানান শাওমি ফোন বিকোচ্ছিল দুর্দান্ত অফারে।

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে-তেই তো এর বিশাল বিক্রি হয়ে গিয়েছে। তবে সবথেকে বেশি বিক্রি হয়েছে The Redmi Note 4।

গ্রুপ অ্যাডমিনদের জন্য আরও ফিচার আনছে হোয়াটসঅ্যাপগ্রুপ অ্যাডমিনদের জন্য আরও ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

অ্যামাজনও এই দিওয়ালিতে শুরু করেছিল Amazon Great Indian Festival sales। বলা হচ্ছে ফ্লিপকার্ট ও অ্যামাজনে এখন শাওমিই ১ নম্বরে।

মনু কুমার জৈন আরও বলেছেন, ফোনের বিক্রিবাটা নিয়ে তথ্য মিলেছে mi.com এবং দেশের বিভিন্ন অফলাইন স্টোরগুলি থেকে। শাওমির নিজের ওয়েবসাইট থেকেই ১০ লক্ষেরও বেশি ফোন বিক্রি হয়েছে।

যদিও বিক্রির এই সংখ্যাটা বেশ অবাক করার মতোই বটে, তবে এটা ঠিক, এ থেকেই বোঝা যায় দেশে শাওমির পপুলারিটি কোন জায়গায় পৌঁছেছে। তবে কেন এই জনপ্রিয়তা তা সহজেই বোধগম্য। অন্যান্য সংস্থার থেকে শাওমির ফিচার অনেক ভাল আর দামও বেশ কম। ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ঘরে আনতে প্রচুর টাকা ওড়ানোর দরকার নেই, এমনতর প্রমাণ করেই দিয়েছে এই চিনা সংস্থাটি।

শাওমির লেটেস্ট ফোন Mi Mix 2। সদ্য ব্যবসা শুরু করেছে এই ফোন। সংস্থা আশাবাদী, গ্রাহকরা আশাহত হবেন না।

Best Mobiles in India

Read more about:
English summary
Over 1 million Xiaomi phones were purchased from the company's own website alone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X