৬ ইঞ্চির ওএলইডি স্ক্রিন ও স্ন্যাপড্রাগন ৮৪৫-এর জিওমি এমআই ৭ লঞ্চ করছে ২০১৮-এর শুরুর দিকেই

সামনের বছরের শুরুর দিকেই বাজারে আসতে পারে জিওমির এমআই ৭।

By Sabyasachi Chakraborty
|

জিওমি এম ৬-এর বয়স মাত্র কয়েক মাস হল। বিশ্ব বাজারে যাওয়া এখনও এর বাকি। তারমধ্যেই এম ৭ নিয়ে শুরু হয়ে গিয়েছে কানাঘুষো।

৬ ইঞ্চির ওএলইডি স্ক্রিন ও স্ন্যাপড্রাগন ৮৪৫-এর জিওমি এমআই ৭ লঞ্চ করছে

গিজমো চায়নার থেকে পাওয়া উইবো পোস্ট বলছে, জিওমি এমআই ৭-এ Qualcomm Snapdragon 845 SoC থাকতে পারে। সেক্ষেত্রে এই আপকামিং স্মার্টফোনের স্ক্রিন হতে পারে স্যামসাং-এর 6-ইঞ্চির OLED ডিসপ্লের।

আর লঞ্চের তারিখ নিয়ে যে কথা হচ্ছে, তাতে শোনা যাচ্ছে এমআই ৭ বাজারে আসতে পারে ২০১৮-র প্রথম দিকেই। আমাদের কাছে আরও খবর রয়েছে একই সময়ে Snapdragon 845 SoC নিয়েই বাজারে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ৯ এবং এলজি জি৭।

জলদি বাজারে আসবে ZTE -এর ৫টি বাজেট স্মার্টফোনজলদি বাজারে আসবে ZTE -এর ৫টি বাজেট স্মার্টফোন

জিওমি এমআই ৭-এর বাকি ফিচার্সগুলির মধ্যে থাকছে ৬ বা ৮ জিবি RAM, ডুয়াল রিয়ার ক্যামেরা। তাতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও টেলিফোটো লেন্স থাকছে। গ্লাস ও সেরামিকের হবে ফোনটি।

ডিসপ্লের কথা বলতে হলে বলতেই হবে, জিওমি এমআই ৭-এর বেশ বড়সড় ডিসপ্লে হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ফুল স্ক্রিন প্যানেল থাকতে পারে। ফ্রন্টে হোম বাটন থাকতে পারে। সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকার সম্ভাবনাও রয়েছে। এই ক্ষেত্রে আরও বলা হচ্ছে, এমআই ৭-এর ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

তবে এখন থেকেই অবশ্য এতকিছু সম্পর্কে নিশ্চিত হওয়ার কোনও মানে হয় না। কারণ সরকারি ভাবে সংস্থাটির তরফে এখনও সেরকম কিছু বলা হয়নি। এই সব একটা আভাস মাত্র। তবে সামনের কয়েকমাসের মধ্যেই জিওমির তরফে আরও বেশ কিছু তথ্য মেলার আশা করাই যায়।

Best Mobiles in India

Read more about:
English summary
The Xiaomi Mi 7 with a 6-inch OLED screen and Qualcomm Snapdragon 845 SoC is believed to be launched in Q1 2018.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X