পরের বছর মার্চে লঞ্চ করবে ওয়্যারলেস চার্জিং-এর শাওমি এমআই ৭

By Sabyasachi Chakraborty
|

প্রত্যেক বছরেই এপ্রিল নাগাদ এমআই ফ্ল্যাগশিপের কথা জানিয়ে দেয় শাওমি। এমআই ৭ ঘিরে ইতিমধ্যেই ওয়েব মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহেই আপকামিং স্মার্টফোনটির ফিচার্সের কিছু বিষয় প্রকাশ্যে এসে গিয়েছে।

 
পরের বছর মার্চে লঞ্চ করবে ওয়্যারলেস চার্জিং-এর শাওমি এমআই ৭

এবং আবারও চিনা ওয়েব mydrivers.com-ই শাওমি এমআই ৭-এর কিছু ফিচার্স ফাঁস করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনে রয়েছে ওয়্যারলেস চার্জিং। চিনের স্প্রিং ফেস্টিভালেই এই ফোনের ট্রায়াল ভার্সানের কাজ শুরু হয়ে যাবে। অ্যাপলের যেরকম ওয়্যারলেস চার্জিং, এই ক্ষেত্রেও ফান্ডাটা একই।

 

স্বাভাবিক ভাবেই এমআই ৭-এ যাতে খারাপ কোয়ালিটি না হয়, কিংবা প্রোডাকশন শর্টেজ যাতে না থাকে, সেই কারণেই আঁটঘাঁট বেঁধেই বাজারে ঝাঁপাচ্ছে সংস্থাটি। ২০১৭-র আইফোনের মডেলের ওয়্যারলেস চার্জিং-এর ক্ষেত্রে যে Broadcom chip এবং NXP transmitter ব্যবহার করা হয়েছিল, এমআই ৭-এর ক্ষেত্রেও তাই হবে।

নিমেশে শেষ শাওমি রেডমি ৫এ, পরবর্তী সেল ১৪ই ডিসেম্বরনিমেশে শেষ শাওমি রেডমি ৫এ, পরবর্তী সেল ১৪ই ডিসেম্বর

প্রসেসর Qualcomm's Snapdragon 845-এর এবং র্যাম ৬ জিবির। অনেকে বলছেন, ৮জিবির ভেরিয়েন্টেও আসছে ফোনটি।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ১৬ মেগাপিক্সেল সেন্সর। অ্যাপারচার f/1.7। ফ্রন্ট ক্যামেরা নিয়ে এখনও কোনও ইনফো নেই।

হাওয়ায় খবর ভাসছে, ২০১৮-র মার্চে বাজারে আসতে পারে শাওমির এই এমআই ৭। তবে খবর অথেন্টিক মোটেই নয়।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi is said to use the same foundry as Apple for wireless charging.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X