দাম কমলো Xiaomi Mi A1-এর

|

শাওমির প্রথম অ্যানড্রয়েড ওয়ান স্মার্টফোন Mi A1 এর দাম পাকাপাকিভাবে ১০০০ টাকা কমিয়ে দিলো কোম্পানি। এখন থেকে মাত্র ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে Mi A1।

দাম কমলো Xiaomi Mi A1-এর

সত সেপ্টেম্বরে লঞ্চের সময় থেকেই যথেষ্ট সাড়া ফেলেছে ফোনটি। এটি শাওমির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। কোম্পানির ভারতের ম্যানেজিং ডিরেক্টর মনু জৈন টুইটের মাধ্যমে এই দাম কমার কথা ঘোষনা করেছেন।

এই দাম কমার সাথে সাথেই ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে আলাদা ৫% ছাড় পাবেন গ্রাহকরা। এছাড়াও নো কস্ট ইএমআই এর মাধ্যমে মাসিক ১৫৫৬ টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে গ্রাহকরা কিনতে মারবেন Mi A1।

আগামি মার্চে লঞ্চ হবে Xiaomi Mi 7 আর Mi 7 Plusআগামি মার্চে লঞ্চ হবে Xiaomi Mi 7 আর Mi 7 Plus

আসুন নিচে এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi Mi A1-এর স্পেসিফিকেশান ও ফিচারসঃ

Xiaomi Mi A1

স্পেসিফিকেশান

  • ৫.৫ ইঞ্চি (1920 x 1080 পিক্সেল) Full HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে
  • অক্টা-কোর 2GHz Snapdragon 625 14nm প্রসেসার সাথে 650MHz Adreno 506 GPU
  • 4GB RAM
  • 64GB স্টোরেজ
  • microSD কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়ার সুযোগ।
  • Android 7.1.2 (Nougat), যা পরে Android 8.0 (Oreo) আপডেট করা যাবে
  • ডুয়াল সিম
  • 12MP রিয়ার ক্যামেরা সাথে ওয়াড অ্যাঙ্গেল লেন্স 12MP সেকেন্ডারি ক্যামেরা
  • 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা
  • 4G VoLTE
  • 3000mAh ব্যাটারি
Best Mobiles in India

Read more about:
English summary
Manu Kumar Jain, Xiaomi India's Managing Director has now announced that Xiaomi Mi A1 is now getting a permanent price cut of Rs. 1,000 in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X