সাধ্যর মধ্যেই নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল শাওমি

By Gizbot Bureau
|

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ হল ভারতে। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে শাওমি মি ব্যান্ড ৩আই। মি ব্যান্ড ৩ এর থেকে কিছু ফিচার কমিয়ে নতুন এই বাজেট ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। নতুন মি ব্যান্ড ৩আই তে ফিটনেস ট্র্যাকিংয়ের সাথেই থাকছে স্লিপ ট্র্যাকিং ফিচার। কোম্পানির দাবি এক চার্জে ২০ দিন চলবে এই ডিভাইস। তবে মি ব্যান্ড ৩আই থেকে বাদ গিয়েছে হার্টরেট মনিটর।

 
সাধ্যর মধ্যেই নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করল শাওমি

মি ব্যান্ড ৩আই এর দাম

ভারতে মি ব্যান্ড ৩আই এর দাম ১,২৯৯ টাকা। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইট থেকে বিক্রি শুরু হয়েছে এই প্রোডাক্ট। শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে শাওমির এই ফিটনেস ব্যান্ড।

 

মি ব্যান্ড ৩আই স্পেসিফিকেশন

মি ব্যান্ড ৩আই তে থাকছে একটি ১.৯ সেমি ডিসপ্লে। থাকছে একটি মোনোক্রোম ওলেড ডিসপ্লে। থাকছে একটি ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোল। মি ব্যান্ড ৩আই এর ভিতরে ১১০ এমএএইচ ভ্যাটারি রয়েছে। শাওমি জানিয়েছে এক চার্জে ২০ দিন চলবে এই ডিভাইস। চার্জিংয়ের জন্য এই ডিভাইসের সাথে একটি আলাদা চার্জার দেবে কোম্পানি। ফিটনেস ব্যান্ড থেকে ক্যাপস্যুলটি খুলে চার্জারে কানেক্ট করে মি ব্যান্ড ৩আই চার্জ করা যাবে।

মি ব্যান্ড ৩আই তে থাকছে ক্যালোরি কাউন্ট, স্টেপ কাউন্ট আর স্লিপ মনিটরিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি। এছাড়াও স্মার্টফোনের ইনকামিং কল ও বিভিন্ন নোটিফিকেশনের তথ্য এই ফিটনেস ব্যান্ডে দেখে নেওয়া যাবে। স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সরাসরি কানেক্ট করা যাবে মি ব্যান্ড ৩আই। মি ফিট অ্যাপ ব্যবহার করে ফিটনেস ব্যান্ডের সব তথ্য স্মার্টফোনে সিঙ্ক করা যাবে। তবে মি ব্যান্ড ৩আই থেকে বাদ গিয়েছে হার্ট রেড মনিটর।

মি ব্যান্ড ৩আই তে থাকছে ৫এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ ৫০ মিটার পর্যন্ত জলের নীচে ১০ মিনিটে এই ফিটনেস ব্যান্ডের কোন ক্ষতি হবে না।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi Band 3i With AMOLED Display Now Available For Rs. 1,299 In India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X