Just In
পাঁচ-পাঁচটা ক্যামেরা সহ লঞ্চ হল শাওমি মি সিসি৯ প্রো
জল্পনার অবসান। মঙ্গলবার বাজারে এল শাওমি মি সিসি৯ প্রো। গতকাল চিনে এক অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করেছে বেজিংয়ের কোম্পানিটি। এই ফোনের পিছনে রয়েছে পাঁচ-পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও মি সিসি৯ প্রো ফোনে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট আর ৫,২৬০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।

শাওমি মি সিসি৯ প্রো এর দাম
শাওমি মি সিসি৯ প্রো এর দাম শুরু হচ্ছে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা থেকে)। বেস ভেরিয়েন্টে থাকছে ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে মি সিসি৯ প্রো এর দাম ৩,০৯৯ ইউয়ান (পরায় ৩১,০০০ টাকা)। টপ ভেরিয়েন্টে ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজে মি সিসি৯ প্রো কিনতে ৩,৪৯৯ টাকা খরচ হবে।
১১ নভেম্বর থেকে চিনে বিক্রি শুরু হবে মি সিসি৯ প্রো। বুধবার স্পেনে মি নোট ১০ নামে চিনের বাইরে একই ফোন লঞ্চ করবে শাওমি।
মি সিসি৯ প্রো স্পেসিফিকেশন
মি সিসি৯ প্রো ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে চার অ্যাক্সিস অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এর সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা একটি ৫ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই ক্যামেরা ৫০ক্স পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। থাকছে ৫ক্স অপটিকাল জুম।
শাওমি মি সিসি৯ প্রো ফোনে থাকছে একটি ৬.৪৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০ জি চিপসেট, ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ আর ৫,২৬০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190